পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"মেয়েছেলে ডিটেকটিভ !", টিজ়ারে জবাব 'মিতিন মাসি'-র - arindam seal

সুচিত্রা ভট্টাচার্যর 'মিতিন মাসি' । একসময় পুজোবার্ষিকীর পাতায় জায়গা পাকা ছিল এই গোয়েন্দার । পাঠকরা মুখিয়ে থাকতেন 'মিতিন মাসি'-র কাহিনী পড়ার জন্য । তবে লেখিকার মৃত্যুর সঙ্গে মৃত্যু হয় 'মিতিনমাসি'রও । এবার পুজোয় অন্যভাবে ফিরছে 'মিতিন মাসি' । পুজোবার্ষিকীর পাতায় নয়, সেলুলয়েডের পর্দায় । প্রকাশ্যে 'মিতিন মাসি'-র টিজ়ার ।

মিতিন মাসি

By

Published : Sep 1, 2019, 1:45 PM IST

কলকাতা : বইয়ের পাতা থেকে বেরিয়ে এবার বড় পরদায় ধরা দিতে চলেছে 'মিতিন মাসি' । সামনে এল অরিন্দম শীলের পরিচালনায় ছবির টিজ়ার ।

টিজ়ারে বিভিন্ন রূপে দেখা গেল কোয়েলকে বা বলা যেতে পারে মিতিন মাসিকে । যে প্রয়োজনে মানুষের পাশে দাঁড়ায়, আবার প্রয়োজনে মারপিটও করে । গাড়ি নিয়ে গুন্ডাদের তাড়া করতেও দেখা যায় কোয়েলকে ।

টিজ়ারের শুরুতেই একজন বয়স্ক লোকের গলায় বলতে শোনা যায়, "মেয়েছেলে ডিটেকটিভ ?" সমাজে মেয়েদের জায়গাটা ঠিক কোথায়, কী ভাবা হয় তাদের নিয়ে সেটাই ধরা পড়ল টিজ়ারে ।

তবে জবাব না দিয়ে চুপ থাকার মানুষ তো মিতিন মাসি নয় । সে বুঝিয়ে দেয়, কথাটা মেয়েছেলে নয়, মহিলা । পুজোতে এই মহিলা গোয়েন্দা কীভাবে রহস্য সমাধান করে এখন সেটাই দেখার...

ABOUT THE AUTHOR

...view details