কলকাতা, 18 নভেম্বর: মুক্তি পেল বহুরূপী শিল্পের বিপন্ন অবস্থা নিয়ে নির্মিত রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়ের (Rajaditya Banerjee) নতুন তথ্যচিত্রের টিজার ।
মুক্তি পেল আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অভিনেতা ও চলচ্চিত্র নির্মাতা রাজাদিত্য বন্দ্যোপাধ্যায়ের আসন্ন তথ্যচিত্র 'Dying Art of the Bohurupis of Bengal' (বিপন্ন বহুরূপী)-র টিজার । আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা রাজাদিত্য বন্দ্যোপাধ্যায় তাঁর 'ডেথ সার্টিফিকেট' চলচ্চিত্রের জন্য খ্যাতি পেয়েছেন । পৃথিবীর নানা প্রান্তের চলচ্চিত্র উৎসব ঘুরে 2018-তে 'কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ দেখানো হয় এই ছবি ৷
রাজাদিত্য নিজে একজন দক্ষ থিয়েটার অভিনেতা ও চিত্রনাট্য লেখক । এর আগে তাঁর নির্মিত ছবিগুলির মধ্যে অন্যতম 'ডেথ ট্রিলজি'। 'ডেথ সার্টিফিকেট'-এর পর আরও দুটি ফিচার ছবি 'শিবরাত্রি' ও 'শববাহিকা' নির্মাণ করেন তিনি । এ ছাড়াও নির্মাণ করেছেন আরও বেশ কয়েকটি তথ্যচিত্র ৷ তাঁর বানানো উল্লেখযোগ্য কয়েকটি তথ্যচিত্র হল 'ওয়াটারওয়ালা', 'লস্ট ফর ওয়ার্ডস' 'ডেথ অফ ডেথ', 'ওয়ান ডে ইন ইন্ডিয়া' ইত্যাদি । তাঁর আসন্ন তথ্যচিত্র 'ডাইয়িং আর্ট অফ দ্য বহুরূপিজ অফ বেঙ্গল' (Dying Art of the Bohurupis of Bengal)-এর টিজার সম্প্রতি মুক্তি পেয়েছে সামাজিক মাধ্যমে ।
ভারত ও ফিনল্যান্ডের যৌথ প্রযোজনায় নির্মিত এই তথ্যচিত্রে বাংলার প্রায় বিলুপ্ত বহুরূপীদের কথা তুলে ধরতে চলেছেন রাজাদিত্য । এই ছবিতে বহুরুপী শিল্প এবং সেই শিল্পের সঙ্গে যুক্ত শিল্পীদের জীবন ও সংগ্রামের বয়ান দেখাবেন তিনি । কিংবদন্তি বহুরূপী শিল্পী সুবল দাস বৈরাগ্য, রবি পণ্ডিত, বীরভূমের ব্যাধ পরিবারের রাজেন্দ্র ব্যাধ ও বাজিকর সম্প্রদায়ের বহুরূপী ভানু বাজিকর প্রমুখের বয়ানে ছবিতে বহুরূপী শিল্পের বিপন্ন অবস্থার কথা তুলে ধরতে চলেছেন রাজাদিত্য ৷
উল্লেখ্য, 'বহুরূপী' অর্থাৎ বহুরূপে যার প্রকাশ, তা ইতিহাসের একটি সুপ্রাচীন শিল্পকলা । কিন্তু নিছক শিল্পের গণ্ডীতেই তার যাতায়াত সীমিত নয় । সমাজ, ধর্ম, আঞ্চলিক সংস্কৃতি ও ভাষাগত প্রকাশের নানাবিধ ক্ষেত্রগত দিকের সঙ্গে সেটির সংযোজন । তাই বহুরূপীর ইতিহাস কেবল একটি শিল্পের কথা নয়, ওই শিল্পের সঙ্গে যুক্ত মানুষদের জীবনের ওঠা-পড়ার গল্প, কীভাবে জীবন সংগ্রামের মধ্যে দিয়ে এই শিল্পীরা তাঁদের প্যাশন অবলম্বন করে বেঁচে আছেন, তা তুলে ধরার গল্প । একইসঙ্গে এই ইতিহাস এক বিশেষ ধরনের পারফরম্যান্সের এবং যে সমস্ত অঞ্চলগুলিতে তার বিকাশ, তাদের সংস্কৃতি, ভাষা ও সামাজিক আঙ্গিকগুলি আত্মস্থ করে নেওয়ার প্রকৃতি ছবির মধ্যে দেখাবেন পরিচালক ।
আরও পড়ুন:Ei Poth Jodi Na Sesh Hoy: ঊর্মির উদ্যোগে করওয়া চৌথ 'এই পথ যদি না শেষ হয়'-এর সেটে