পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 14, 2020, 8:08 PM IST

ETV Bharat / sitara

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে টিম 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী'-র প্রতিক্রিয়া

সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ব্যোমকেশ বক্সী সিরিজের গল্পের উপর তৈরি 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী' ছবিতে ব্যোমকেশের চরিত্র অভিনয় করেছিলেন সুশান্ত। ছবির পরিচালনা করেছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। সুশান্তের মৃত্যুতে কী বলছে টিম 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী'?

asd
asd

কলকাতা : নিজের ফিল্মি ক্যারিয়ারে বাংলার সঙ্গেও সম্পর্ক তৈরি করেছিলেন অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত ব্যোমকেশ বক্সী সিরিজের গল্পের উপর তৈরি 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী' ছবিতে ব্যোমকেশের চরিত্র অভিনয় করেছিলেন সুশান্ত। ছবির পরিচালনা করেছিলেন দিবাকর বন্দ্যোপাধ্যায়। সে সময়ে বেশকিছু বাঙালি অভিনেতা-অভিনেত্রীর সঙ্গে আলাপ পরিচয় হয়েছিল সুশান্তর । সেইটি টিমেরই কয়েকজন কথা বললেন ETV ভারত সিতারার সঙ্গে।


এই সুশান্ত, সেই সুশান্ত নয়, যাঁকে টিম 'ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সী' দেখেছিল। ছবিতে সুশান্তর সঙ্গে অভিনয় করেছিলেন বাঙালি পরিচালক এবং অভিনেতা অনিন্দ্য পুলক বন্দ্যোপাধ্যায়। তিনি আমাদের বলেন, "আমি যে সুশান্তকে চিনতাম, তাঁর এভাবে আত্মহত্যা করার কথা নয়। জীবন সম্বন্ধে ওঁর খুব জিজ্ঞাসা ছিল। অভিনয় সম্বন্ধে খুব জিজ্ঞাসা ছিল। জিজ্ঞাসা ছিল বাঙালি দর্শক ওঁকে কতটা নেবে, তাই নিয়ে। এই ধরনের জিজ্ঞাসা তাঁদেরই থাকে, যাঁরা কাজ সম্পর্কে খুব সিরিয়াস হন। ওঁ এটাও জানত মুম্বই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে গেলে নিয়মিত নিজেকে আপডেট করতে হয়। সেই ডেভেলপমেন্টের মধ্যেই ওঁ ছিল। মুম্বইতে যখন শুট করছিলাম, তখন রোজই ওঁকে জিজ্ঞেস করতে দেখতাম, এটা ঠিক হচ্ছে কিনা, ওটা ত্যিক হচ্ছে কিনা। আমাকেও জিজ্ঞাসা করত। একজন স্টার হয়ে যখন আমাকেও কথাগুলো জিজ্ঞাসা করত। সেইটা বদলে আজকে এই জায়গায় এল। তাহলে কি সেই সিরিয়াসনেস ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল? এরকম ধরনের নানা ধরনের প্রশ্ন মনের মধ্যে উঁকি দিচ্ছে।"

বলেন, "ওঁর হয়তো মনে হয়েছে আর বেঁচে থেকে লাভ নেই। আমাদেরই ত্রুটি, আমরা ওঁকে অ্যাক্সেস করতে পারিনি। আমাদের সমাজকে দোষ দিয়ে লাভও নেই। সমাজও এমন একটা জায়গায় রয়েছে, একটা ডিপ্রেশন মানুষের ভিতরে তৈরি হয়েছে। সেটাকে হ্যান্ডেল করার জন্য পরিবার রয়েছে। মানুষকে সেইদিকে মোটিভেট করতে হবে। সেটা সুশান্ত করে উঠতে পারেনি। হয়তো নিজেকে আর ধরে রাখতে না পেরে সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আমি বারবার বলছি এই সুশান্ত সেই সুশান্ত সিং নয়, যাঁকে আমি চিনতাম। কোনও মিলই নেই। একজন অভিনেতা, এরকম একজন সহজ সরল মানুষ চলে গেল, তাঁর জন্য গোটা দেশ দুঃখপ্রকাশ করছে। আমিও তাঁর ব্যাতিক্রম নই।"

'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী'তে সুশান্ত সিং রাজপুতের সঙ্গে অভিনয় করেছিলেন অভিনেতা আরিয়ান ভৌমিক। সুশান্ত মৃত্যুর খবর শোনার পর মন ঠিক রাখতে পারছেন না আরিয়ান, বলেন, "আর কী বলব। খুব স্যাড ব্যাপার। সত্যি শকিং। এত ডেডিকেটেড একজন মানুষ এভাবে চলে গেলেন। তাঁর এরকম অবস্থা হয়েছে ভাবা যাচ্ছে না। সুশান্ত কে আমরা অন্যভাবে দেখেছি। ওঁ যে আত্মহত্যা করতে পারে ভাবিনি।"

ABOUT THE AUTHOR

...view details