কলকাতা : উত্তর কলকাতায় উন্মোচিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি । ছিল টিম 'গুমনামী'। সম্প্রতি সামনে এসেছে ছবির গান 'ধনধান্য'। ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং সৃজিত মুখার্জি ।
নেতাজির মূর্তি উন্মোচনে উপস্থিত টিম 'গুমনামী' - gumnami
উত্তর কলকাতায় উন্মোচিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ।
ছবি
গানটি সম্পর্কে সৃজিৎ বলেন, "নেতাজির মূর্তি উন্মোচন করা গৌরবের ব্যাপার । 'ধনধান্য' লঞ্চের জন্য এর থেকে বড় অনুষ্ঠান আর হতে পারত না । শুধু আমাদের মাতৃভূমিকে নয়, এই গানটি আমাদের দেশের গৌরব নেতাজি সুভাষচন্দ্র বসুকেও উৎসর্গ করা হয়েছে।"
আগামীকাল রাজ্যে মুক্তি পাবে 'গুমনামী'। এবং সর্বভারতীয় স্তরে হিন্দি ভাষায় সেটি মুক্তি পাবে ১১ অক্টোবর । ছবির সংগীত পরিচালক জাতীয় পুরস্কারপ্রাপ্ত ইন্দ্রদীপ দাশগুপ্ত।