কলকাতা, 7 অক্টোবর : 10 অক্টোবর বড় পর্দায় আসছে নতুন বাংলা ছবি 'গোলন্দাজ' (Golondaaj)। তার আগে আইএফএ লেজেন্ড একাদশের (IFA legend eleven) সঙ্গে বন্ধুত্বপূর্ণ ফুটবল ম্যাচ খেলল টিম 'গোলন্দাজ'।
গল্পের নায়ক ভারতীয় ফুটবলের স্রষ্টা নগেন্দ্রপ্রসাদ সর্বাধিকারীর চরিত্রে অভিনয় করা দেব (Dev)-সহ ছবির বাকি পুরুষ অভিনেতারা এ দিন খেলেন দেশপ্ৰিয় পার্কের মাঠে । খেলেন ছবির পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়, ছবির কাহিনিকার-চিত্রনাট্যকার তথা সাংবাদিক এবং অভিনেতা দুলাল দে, ছবির ভিলেন আলেক্স ও' নেল । আইএফএ লেজেন্ড একাদশের দলে ছিলেন এক সময়কার মাঠ কাঁপানো ফুটবলারেরা । এ দিন খেলেন জামসিদ নাসিরি, রহিম নবি, শিশির ঘোষ, মেহতাব-সহ আরও অনেকে ।
এ দিনের ফুটবল ম্যাচের ফলাফল আইএফএ লেজেন্ড একাদশ 4, টিম গোলন্দাজ 3 । তবে ম্যাচ শেষে খেলার ফলাফল ড্র হিসেবে ঘোষণা করা হয় । যেহেতু এটি একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ ।
আরও পড়ুন: Satish Maneshinde: সঞ্জয়-সলমন-রিয়ার পর আরিয়ান, আইনি প্যাঁচে সতীশ মানেশিণ্ডেতেই ভরসা বলি সেলেবদের
তবে এ দিনের ম্যাচে শুরুর দিকে প্রথম গোলটি দেয় টিম 'গোলন্দাজ'। দেবের কাছে জানতে চাওয়া হয়, একইদিনে প্রেক্ষাগৃহে একাধিক বাংলা ছবি রিলিজ করছে । তার মধ্যে 'গোলন্দাজ' একটি । কতটা চ্যালেঞ্জিং লাগছে ? দেবের উত্তর, "একটুও চাপে নেই আমরা । বরং দর্শকদের কাছে চ্যালেঞ্জিং যে, করোনা আবহে তাঁরা সিনেমা হলে যাবেন কী যাবেন না ! টিম মেম্বাররা প্রত্যেকে ভ্যাকসিন নিয়েছেন । তাই ভয় নেই। হলে এসে দেখলে ভালো লাগবে ।" পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায় জানান, "দু'বছর মানুষ হলে গিয়ে ফিল্ম দেখতে পারেননি । গোলন্দাজ দেখতে যদি তাঁরা হলে যান, সেটাই হবে বড় পাওয়া ।"