কলকাতা : 50তম আর্থ ডে-কে উৎসর্গ করে একটি শর্ট ফিল্ম তৈরি করেছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায় । প্রায় 26জন অভিনেতাদের নিয়ে এই লকডাউনে শর্ট ফিল্ম বানিয়েছেন তিনি । যার নাম 'স্ট্রিপড'। 11 মিনিটের এই ছবি আন্তর্জাতিক সংস্থা 'আর্থ ডে নেটওয়ার্ক'-এ মুক্তি পাবে 8 মে । এছাড়াও থাকছে, 'আর্থ স্পিকস, আর উই লিসেনিং' টক শো, যেখানে অংশগ্রহণ করবেন টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির তারকারা । অনুষ্ঠানটি দেখা যাবে 'আর্থ ডে নেটওয়ার্ক ইন্ডিয়া'-র ফেসবুক পেজে । থাকবেন আর্থ ডে নেটওয়ার্কের প্রধান ও তাঁদের ভারতের অ্যাম্বাসডর ও শাস্ত্রীয় সংগীতশিল্পী কৌশিকী চক্রবর্তী । এনিয়ে ETV ভারত সিতারা কথা বলেছিল পরিচালক তথাগত মুখার্জি, আর্থ ডে নেটওয়ার্কের এশিয়ার রিজিনাল ডিরেক্টর করুণা সিং ও সিনিয়র ম্যানেজার দেবপ্রিয়া দত্তর সঙ্গে।
বিদেশের কিছু স্টক ফুটেজ, যেগুলো আগে থেকেই তথাগতর কাছে ছিল এবং এখনকার কিছু ফুটেজ ব্যবহার করা হয়েছে ছবিতে । তথাগত আমাদের বলেন, "ছবিটি লকডাউনের সময় তৈরি করেছি আমরা । কোরোনার আগে এবং কোরোনার পরের সময়কে আমরা যেভাবে দেখেছি, এই ছবিটি তারই প্রতিফলন । ইন্ডাস্ট্রিতে আমার কিছু বন্ধুবান্ধবের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করি । তারা আমার সঙ্গে একমত হয়ে বাড়িতে বসেই সিনেমাটি বানাতে আমাকে সাহায্য করেছে । নিজেদের অংশগুলি বাড়িতে বসেই শুট করে তারা ।"
সিনেমার নাম 'স্ট্রিপড' কেন ? সে প্রসঙ্গে তথাগত বলেন, "কোরোনা মানুষের কিছু নগ্ন সত্যকে সামনে তুলে ধরেছে। আমাদের চোখে আঙুল দিয়ে ভুল ধরিয়েছে । এই সময় আমরা হয়তো কেউই ভালো নেই, কিন্তু প্রকৃতি মা নিজের মতো জেগে উঠছে আবার । কোরোনা আমাদের এটাই মনে করিয়ে দিচ্ছে বারবার, যে প্রকৃতির আমাদের প্রয়োজন নেই, বরং আমাদেরই প্রয়োজন প্রকৃতিকে । আমাদের 'স্ট্রিপড' ছবিটি সেটাই মনে করিয়ে দেবে ।"
করুণা সিং বলেন, "8 মে ছবিটা রিলিজ় করব আমরা । আমরা 'আর্টিস্ট ফর দি আর্থ' নামের একটি প্রোগ্রামের জন্য বিভিন্ন শিল্পীদের আমন্ত্রণ জানিয়েছি । ভারতের শিল্পীদের নিয়ে তৈরি হয়েছে একটি গানও, 'ধরতি মা'। এটা করার কারণ, যাতে শিল্পীরা তাঁদের কথা এই প্ল্যাটফর্মে বলতে পারেন । যাতে নিজেদের শিল্পের মাধ্যমে তাঁরা বলতে পারেন পৃথিবীর কথা, পৃথিবীর সংরক্ষণের কথা । তথাগতর এই ছবি একটি অসামান্য কাজ বলে মনে হয়েছে, ঠিক যেমনটা আমরা চেয়েছি, ঠিক যে বার্তা আমরা দিতে চেয়েছি । কোরোনা ভাইরাসের এই সময় দূষণমুক্ত পৃথিবী কীভাবে আরও সুন্দর হয়ে উঠেছে, সেটা তাঁরা দেখতে পেয়েছেন । আমাদের এই ছবির মাধ্যমে দেখাচ্ছেন কতটা পরিষ্কার হয়েছে আকাশ, কত পাখি উড়ে বেড়াচ্ছে সেখানে, প্রাণীরা ঘুরে বেড়াচ্ছে নির্দ্বিধায়, নিরাপদে, কিছু জায়গায় পরিষ্কারভাবে দেখা যাচ্ছে পাহাড় । কলকাতার মতো আকাশে তারা দেখা যাচ্ছে শয়ে শয়ে । আমরা বারবারই বলার চেষ্টা করেছি, মানুষের আচরণ প্রকৃতির ক্ষতি করছে নানাভাবে । সেটা আগে কেউ স্বীকার করতে চায়নি । এই কোরোনা ভাইরাসের সময় আমাদের কাছে সুযোগ এসেছে, যেখানে প্রকৃতি নিজেই তার মতো করে বুঝিয়ে দিচ্ছে, যে মানুষের কারণেই পৃথিবী ক্ষতিগ্রস্ত হয়েছে ।"
সংস্থার সিনিয়র ম্যানেজার দেবপ্রিয়া দত্ত বলেন, "এবছর আর্থ ডে 50 বছরে পা দিল । তথাগত মুখার্জি ও তাঁর টিম এই ছবিটা আর্থ ডে'র গোল্ডেন অ্যানিভার্সারিকে উৎসর্গ করেছেন । 8 তারিখে আমাদের একটা টক শো হচ্ছে, যেটার নাম 'আর্থ স্পিকস, আর উই লিসেনিং'। পৃথিবী আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে । যে পরিস্থিতিতে আমরা রয়েছি, সেখান থেকে বোঝা যাচ্ছে, কোরোনা প্রকৃতির এই ক্ষতিরই প্রতিফলন । মাদার আর্থ যদি আমাদের মতো কথা বলতে পারতেন, তাহলে কী বলতেন ? সেই বিষয়ের উপরই আমাদের আলোচনা হচ্ছে, যেখানে সেলেব্রিটিরা কথা বলবেন । 8 মে ফেসবুক লাইভে আমরা 8টা থেকে সাড়ে 8টা প্রোগ্রাম করছি । সেদিনই আমরা অফিশিয়ালি এই ছবিটি রিলিজ় করব ।"
ছবির সঙ্গে যুক্ত রয়েছেন শ্রীলেখা মিত্র, চৈতি ঘোষ, রজতাভ দত্ত, দেবলীনা দত্ত, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অদিতি চ্যাটার্জি, মৌলি গাঙ্গুলি, আজহার সাইদ, জয়জিৎ ব্যানার্জি, ভাস্বর চ্যাটার্জি, কমলিকা ব্যানার্জি, চান্দ্রয়ী ঘোষ, বিক্রম চ্যাটার্জি, সন্দীপ্তা সেন, গিত রায়, সুদর্শন চক্রবর্তী, দেবপ্রসাদ হালদার, অনির্বাণ চক্রবর্তী, রাহুল দেব বোস, বিবৃতি চ্যাটার্জি, সৌম্য মুখার্জি, সুব্রত মুখোপাধ্যায়, ঋষভ বসু । ছবিতে সংগীত পরিচালনায় কাজ করেছেন ময়ূখ ভৌমিক, এডিটিং এবং সাউন্ড ডিজ়াইন করেছেন উত্তরণ দে, কণ্ঠ দিয়েছেন সুজয় প্রসাদ চ্যাটার্জি ।