পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

দারুণ খবর দিলেন স্বস্তিকা ! - তাসের ঘর

অবাঙালি দর্শকের জন্য সুখবর দিলেন স্বস্তিকা মুখোপাধ্য়ায় । কারণ এবার হিন্দিতে আসছে তাঁর 'তাসের ঘর' । হইচই-এর প্ল্যাটফর্মে কয়েকদিন আগে মুক্তিপ্রাপ্ত ছবি 'তাসের ঘর'-এর হিন্দি ভার্সন 'চুহেদানি' অর্থাৎ ইঁদুর ধরার কল ।

Tasher Ghawr Swastika Mukherjee
Tasher Ghawr Swastika Mukherjee

By

Published : Nov 6, 2020, 10:37 AM IST

কলকাতা : অবাঙালি দর্শকের মনোরঞ্জন করতে আসছেন সুজাতা, থুড়ি স্বস্তিকা মুখোপাধ্যায় । তাঁর অভিনীত ওয়েব ফিল্ম 'তাসের ঘর' এবার মুক্তি পাচ্ছে হিন্দিতে । নিজেই সোশাল মিডিয়ায় খবরটি জানালেন অভিনেত্রী ।

কোনও নির্দিষ্ট মাধ্যমে নিজেকে ধরে রাখেননি স্বস্তিকা মুখোপাধ্যায় । টেলিভিশন দিয়ে শুরু করে সিনেমা, ওয়েব সিরিজ়, ওয়েব ফিল্ম সবকিছুতেই তাঁর অনায়াস যাতায়াত । কোনও নির্দিষ্ট চরিত্রেও নিজেকে বাঁধেননি তিনি । তাই কোনও মধ্যবয়সী মায়ের চরিত্রেও তিনি যেমন সাবলীল, তেমনই উদ্দাম ব়্যাডিকাল স্বাধীনচেতা নারীচরিত্রে ।

.

'তাসের ঘর' ছবিটি যারা দেখেছেন তারা জানেন যে, কি অদ্ভুত রকমের এক চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা । ট্রেলার দেখে যেমনটা লেগেছিল, পুরো ধারণাটাই বদলে যায় ছবি দেখার শেষে । আর হাসিমুখে সেই শকটা দিয়েছেন স্বস্তিকাই ।

'তাসের ঘর' দেখে মুগ্ধ হয়েছেন বাঙালি দর্শক । সমালোচকরাও এককথায় মেনে নিয়েছেন স্বস্তিকার অসাধারণ অভিনয়ের কথা । তাহলে অবাঙালি দর্শক কেন বাদ যাবেন এমন এক ট্রিট থেকে ? তাই এবার হিন্দিতে মুক্তি পাচ্ছে 'তাসের ঘর', নাম 'চুহেদানি' ।

স্বস্তিকা লিখেছেন, "হিন্দিভাষী ফ্যান, ফলোয়ার আর দর্শক, যাঁরা 'তাসের ঘর'-কে মিস করে গেছেন, তাঁদের জন্য আসছে হিন্দি ভার্সন...'চুহেদানি' হইচই-তে ।"

ABOUT THE AUTHOR

...view details