পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তারকাদের ঘরবাড়ি খেলা কেমন চলছে ? দেখে নিন এক ঝলক - তারকাদের ঘরবাড়ি খেলা

বাড়ি বন্দী তারকারা কীভাবে দিন কাটাচ্ছেন ? SVF-এর সৌজন্যে মুক্তি পেল একটি মিউজ়িক ভিডিয়ো । সেখানে ফুটে উঠল টলি সেলেবদের রোজনামচার ঝলক ।

lockdown diary of celebrity
lockdown diary of celebrity

By

Published : May 11, 2020, 6:09 PM IST

কলকাতা : কেউ কাগজে মুখ ডুবিয়ে তো কেউ বইয়ের পাতায়, কেউ গাছের যত্ন করছেন সারাদিন ধরে তো কেউ কাটছেন সবজি । এভাবেই কাটছে তারকাদের দিন । SVF-এর নতুন মিউজ়িক ভিডিয়োতে সেই রোজনামচার ঝলক পাওয়া গেল, নাম 'তারকাদের ঘরবাড়ি খেলা' ।

প্রসেনজিৎ চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, সোহিনী সরকার, পরমব্রত চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, মধুমিতা সরকার, জিশু সেনগুপ্ত, পাওলি দাম, পায়েল সরকার কে নেই সেই ভিডিয়োতে !

প্রত্যেকের জন্য বাছা হয়েছে অনুপম রায়ের এক একটি গান । প্রত্যেকের অ্যাক্টিভিটি অনুযায়ী ভেবেচিন্তে ব্য়বহার করা হয়েছে সেই সব গান । ভিডিয়োটিতে অনুপম নিজেও রয়েছেন ।

প্রচণ্ড ব্যস্ততা থেকে হঠাৎ এই অখণ্ড অবসর । কী অবস্থা তারকাদের ? জানার জন্য দেখে নিন সেই মিউজ়িক ভিডিয়ো 'তারকাদের ঘরবাড়ি খেলা'....

ABOUT THE AUTHOR

...view details