কলকাতা : কেউ কাগজে মুখ ডুবিয়ে তো কেউ বইয়ের পাতায়, কেউ গাছের যত্ন করছেন সারাদিন ধরে তো কেউ কাটছেন সবজি । এভাবেই কাটছে তারকাদের দিন । SVF-এর নতুন মিউজ়িক ভিডিয়োতে সেই রোজনামচার ঝলক পাওয়া গেল, নাম 'তারকাদের ঘরবাড়ি খেলা' ।
প্রসেনজিৎ চ্যাটার্জি, আবির চ্যাটার্জি, সোহিনী সরকার, পরমব্রত চ্যাটার্জি, অনির্বাণ ভট্টাচার্য, প্রিয়াঙ্কা সরকার, মধুমিতা সরকার, জিশু সেনগুপ্ত, পাওলি দাম, পায়েল সরকার কে নেই সেই ভিডিয়োতে !