কলকাতা, 4 ফেব্রুয়ারি : অর্ঘদীপ চট্টোপাধ্যায়ের হাত ধরে রুপোলী পর্দায় আসছে টলিউডের নতুন জুটি তনুশ্রী চক্রবর্তী এবং ঈশান মজুমদার । ছবির নাম 'চিরসখা হে...' ৷ গল্প লিখেছেন অর্ঘদীপ স্বয়ং (Arghadeep Chatterjee is Coming with his new film )। '৬৯ ক্রিয়েটিভ এন্টারটেনমেন্ট'-এর ব্যানারে 'মোজোপ্লেক্স' এন্টারটেনমেন্ট'-এর নিবেদনে আসবে এই ছবি।
গল্পের দিকে তাকালে দেখা যায়, ঈশান একটি বনেদি বাঙালি পরিবারের ছেলে । ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছে সে। বছর দুয়েক হল জেঠু শিবাশিস এবং মা অলোকার সঙ্গে কলকাতার বাড়ি ছেড়ে ঈশানরা চলে এসেছে তাঁদের উত্তরবঙ্গের আদিবাড়িতে। জেঠু শিবাশিস পেশায় উকিল । অন্যদিকে ঈশান পেশায় ফ্রিল্যান্স ফোটোগ্রাফার । ছবিটাও বেশ ভালই আঁকে ঈশান ।
অন্যদিকে গল্পের নায়িকা তিলোত্তমার স্বামী মারা গিয়েছে বছর সাতেক আগে । তিলোত্তমার ব্যক্তিগত জীবনে রয়েছে এক মর্মান্তিক সত্য । প্রায় সময়ের কাছে হার মেনে নেওয়া তিলোত্তমার কুয়াশাচ্ছন্ন জীবনে আচমকাই একদিন মিঠে রোদের মতো উপস্থিত হয় ঈশান । একতরফা ভালবাসা, মান অভিমান, এই সবকিছুর শেষে, তাঁরা কি পারবে সমস্ত বাধা অতিক্রম করে একসঙ্গে থাকতে?
আরও পড়ুন : গ্রীষ্মে প্রেক্ষাগৃহে আসছে 'মিনি', ডাবিংয়ে খোশমেজাজে মিমি-অয়ন্না
সেটা নিয়েই আসছে অর্ঘদীপের এই ছবি 'চিরসখা হে...'। তনুশ্রী, ঈশান ছাড়াও আছে মিঠু চক্রবর্তী, বরুণ চন্দ-সহ আরও অনেকে। সংলাপ এবং চিত্রনাট্য লিখেছেন অভীক রায় এবং সূর্যনীল বন্দ্যোপাধ্যায় । ক্যামেরার দায়িত্বে রয়েছেন শুভদীপ নস্কর আর সম্পাদনার দায়ভার সামলাচ্ছেন অনির্বাণ মাইতি।