কলকাতা, 15 জানুয়ারি : গতানুগতিক প্রেম, ভালোবাসা থেকে বেরিয়ে যিনি বাংলা সিনেমাকে চিত্রধর্মী এবং মানব আবেগে ভরপুর শিল্পকলা করে তুলেছিলেন, তিনি জনপ্রিয় চিত্রপরিচালক তপন সিনহা । 'হুইল চেয়ার', 'আতঙ্ক', 'সবুজ দ্বীপের রাজা', 'বাঞ্ছারামের বাগান', 'বৈদুর্য্য রহস্য', 'সাগিনা মাহাতো', 'গল্প হলেও সত্যি', 'কাবুলিওয়ালা'-সহ অগণিত ছবি তিনি উপহার দিয়েছেন দর্শককে ।
এহেন মানুষটির পরিচালনা ছাড়াও লিখতেন গান আর বাঁধতেন সুর । আজ 15 জানুয়ারি তাঁর প্রয়াণ দিবসে তাঁকে শ্রদ্ধা জানিয়ে তাঁর কথায় ও সুরে একটি অত্যন্ত জনপ্রিয় গান 'মন বলে আমি মনের কথা জানি না' প্রকাশ পেল ঋদ্ধি বন্দোপাধ্যায় এবং তনুশ্রী গুহর কণ্ঠে (Riddhi Bandopadhyay And Tanushree Guha give a Tribute to Director Tapan Sinha ) ৷ এই গান শোনা যাবে ঋদ্ধি বন্দ্যোপাধ্যায়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে । এই উদ্যোগ নিয়ে ঋদ্ধি বলেন, "তপন সিনহার সঙ্গে আমার প্রথম সাক্ষাৎ হয়েছিল তাঁর একটি ছবি দেখতে গিয়ে গোর্কি সদনে । আমি চিরদিন ওঁর প্রতিভার ভক্ত । তাই ভক্তের যেন ভগবানকে দেখা, এমনই উন্মাদনা ছিল প্রথম সাক্ষাতে ।"