মুম্বই, 18 ফেব্রুয়ারি :অভিনেত্রী তামান্না ভাটিয়াকে আগামিদিনে পর্দায় দেখা যাবে মধুর ভাণ্ডারকরের নতুন ছবি 'বাবলি বাউন্সার'-এ (Tamannaah Bhatia will be seen in the upcoming film Babli Bouncer)৷ শুক্রবার থেকে শুরু হল নতুন এই ছবির শ্যুটিং ৷ ফক্স স্টার স্টুডিয়ো এবং জংলি পিকচার্সের যৌথ প্রযোজনায় মুক্তির আলো দেখবে এই ছবিটি ৷ 'বাবলি বাউন্সার' ছবিতে তুলে ধরা হবে একজন মহিলা বাউন্সারের কাহিনি ৷ ছবির সেটও তৈরি করা হয়েছে ভারতের 'বাউন্সার টাউন' হিসাবে আসোলা ফতেপুরে ৷
আসন্ন এই ছবি নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে পরিচালক মধুর বলেন, "একজন চলচ্চিত্রকার হিসেবে আপনি অনেক কিছু হাতের কাছে পেতে পারেন যা আপনাকে উত্তেজিত করবে ৷ আপনাকে সবসময় সামনের দিকে তাকাতে হবে আর খুঁজতে হবে এমন একটা কাহিনি যা আগে কখনও বলা হয়নি ৷ আমি কমিডির মোড়কে এখানে একজন মহিলা বাউন্সারের জীবনের একটি টুকরোকে তুলে ধরতে চাই ৷ যার একটা দীর্ঘস্থায়ী প্রভাব আছে ৷"