মুম্বই, 19 নভেম্বর: গুরুনানক জয়ন্তীর সাতসকালে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আজ বড় ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ বিতর্কিত তিন কৃষি আইন প্রত্যাহার (Farm Laws Repeal) করেছেন তিনি ৷ কেন্দ্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বলিউড ৷ কৃষি আইন বাতিল হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন সেলিব্রিটিরা ৷ তাপসী পান্নু (Taapsee Panu) থেকে গুল পনাগ (Gul Panag), সোনু সুদ (Sonu Sood) থেকে শেখর সুমন, রিচা চাড্ডা-সহ আরও অনেকে টুইটে মোদির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ৷
বলিউডের অভিনেতা সোনু সুদ টুইটারে লিখেছেন, "এটা একটা দারুণ খবর ! কৃষি আইন ফিরিয়ে নেওয়ার জন্য নরেন্দ্র মোদিজি ও প্রধানমন্ত্রীর দফতরকে ধন্যবাদ ৷ শান্তিপূর্ণ প্রতিবাদের মাধ্যমে নিজেদের দাবি তুলে ধরার জন্য কৃষকদের ধন্যবাদ ৷ আশা করব আজ শ্রী গুরুনানক দেবজির প্রকাশ পুরবের দিনে আনন্দ নিয়েই আপনারা বাড়ি ফিরতে পারবেন ৷"
আরও পড়ুন:Farm Laws Repeal : কৃষি আইন বাতিলে রাজনৈতিক লাভ হবে কি বিজেপির ?
নরেন্দ্র মোদির ঘোষণার পর ধারাবাহিক ভাবে টুইট করেছেন অভিনেত্রী গুল পনাগ ৷ তিনি লিখেছেন, "অবশেষে কৃষি আইন প্রত্যাহার করার জন্য নরেন্দ্র মোদিজির কাছে কৃতজ্ঞ থাকব ৷ এই অচলাবস্থা আরও দীর্ঘায়িত হোক এটা আমরা কেউ চাইছিলাম না, কারণ অনেকগুলো জীবন চলে গিয়েছে...সংস্কারের ক্ষেত্রে সব স্টেক হোল্ডারকে নিয়ে যে সিদ্ধান্তে উপনীত হবে - এটা ভবিষ্যতের সরকারগুলির কাছে একটা বড় শিক্ষা...যে কৃষকদের গুন্ডা, মাওয়ালি, দেশবিরোধী বলে সম্বোধন করা হয়েছিল, তাঁরা এগুলি কখনও ভুলে যাবেন না (ক্ষমা করবেন না) ৷ এটা মনে রাখবেন ৷ তাঁরা তাঁদের দৃঢ়তা ও অধ্যাবসায়ের মাধ্যমে এই সরকারের পিছু হঠতে বাধ্য করেছে ।"