পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ডাক্তারকে ধন্যবাদ জানালেন মিমি...তারপর? - Tollywood

দেশজুড়ে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির মাঝেও একজন ডাক্তার স্বধর্ম পালন করলেন। সুস্থ করে তুললেন অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তীকে। আর তাই ডাক্তারকে ধন্যবাদ জানালেন মিমি।

মিমি চক্রবর্তী

By

Published : Jun 17, 2019, 2:02 PM IST

Updated : Jun 17, 2019, 3:08 PM IST

কলকাতা : জ্বর আর পেটের ইনফেকশনে কাহিল হয়ে পড়েছিলেন মিমি চক্রবর্তী। রাজ্যে এখন ডাক্তাররা কর্মবিরতি পালন করছেন। রোগীরা হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন। তবে মিমির এই সংকটজনক অবস্থায় পাওয়া গেল এক চিকিৎসককে। তিনি সুস্থ করে তুললেন অভিনেত্রীকে। আর সুস্থ হয়েই গতকাল রাতে বান্ধবী ও সাংসদ নুসরতের বিয়ের অনুষ্ঠানে বোডরুম পাড়ি দিলেন মিমি। কিন্তু যাওয়ার আগে সেই চিকিৎসককে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। ETV Bharat সিতারার সঙ্গে মিমি ভাগ করে নিলেন তাঁর অনুভূতি -

মিমি আমাদের বলেন, "আমার পেটে ইনফেকশন হয়েছিল। সেই সঙ্গে ছিল ১০৩ জ্বর। গতকাল দুপুর পর্যন্ত দুশ্চিন্তায় ছিলাম রাতের ফ্লাইটটা ধরতে পারব কিনা। অনেক লম্বা ফ্লাইট। সুস্থ না হলে যাব কী করে? সব আশা ছেড়ে দিয়েছিলাম। মনে হয়েছিল আর বোধহয় যাওয়া হবে না। কিন্তু আমার চিকিৎসা করতে একজন ডাক্তার এলেন। আমাকে পরীক্ষা-নিরীক্ষা করে ওষুধ দিলেন। সঠিক খাবার খেতে বললেন। ওঁর চিকিৎসায় আমি সুস্থ হয়ে উঠলাম। ফ্লাইট আর ট্রিপ কোনওটাই ক্যানসেল করতে হল না।"

মিমি আরও একটি গুরুত্বপূর্ণ কথা শেয়ার করলেন ETV Bharat'এর সঙ্গে। বললেন, "আমাদের সমাজে এবং পরিবেশে ভারসাম্য বজায় রাখা খুব দরকার। প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে যুক্ত। সবারই সবাইকে প্রয়োজন, এটা ভুলে গেলে চলবে না।"

মিমি বিশ্বাস করেন রাজ্যের এই অবস্থার পরিবর্তন হবে ঠিকই। তিনি বললেন, "আশা করি, সব অন্ধকার কেটে গিয়ে আলো জ্বলে উঠবে ঠিক।"

Last Updated : Jun 17, 2019, 3:08 PM IST

ABOUT THE AUTHOR

...view details