পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সিনেমা হলে ছবি রিলিজ় করলে আমি নিজেই ভয়ে যাব না : স্বস্তিকা - Swastika mukherjee is afraid

বিনোদন জগৎ কোন দিকে যাচ্ছে দিন দিন ? লকডাউনের পরবর্তী সময়কালে কি OTT প্ল্যাটফর্মের ভরসাতেই থাকতে হবে বিনোদন দুনিয়াকে ? সিনেমা হল ও OTT প্ল্য়াটফর্ম নিয়ে অন্তর্দ্বন্দ্ব ও ইন্ডাস্ট্রির ভবিষ্যতের মতো কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ETV ভারত সিতারার সঙ্গে খোলামেলা কথা বললেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় ।

Swastika mukherjee latest news
Swastika mukherjee latest news

By

Published : May 18, 2020, 9:51 PM IST

কলকাতা : চারদিকে লকডাউন । ইন্ডাস্ট্রির কাজ একেবারে বন্ধ । কয়েকটা ধারাবাহিকও বন্ধ হয়ে যাচ্ছে । বিনোদন জগতের সকলেই শঙ্কিত হয়ে আছেন । কবে শুটিং শুরু হবে কেউ জানেন না । হাতে কাজ নেই, টাকা পয়সা নেই । 31 মে পর্যন্ত বাড়ানো হয়েছে লকডাউনের মেয়াদ । অনেকেই এই পরিস্থিতিতে দিশা খুঁজে পাচ্ছেন না । হতাশায় আত্মহত্যাও করছেন অভিনেতারা । লকডাউনের ফলে ইন্ডাস্ট্রির কী পরিণতি হতে পারে বা কী অবস্থায় আছে বিনোদন জগৎ ? এই নিয়ে স্বস্তিকার সঙ্গে চলল কথাবার্তা ।

স্বস্তিকা বললেন, "এই বিষয়টা নিয়ে কারও কোনও সঠিক ধারণা নেই । সরকারেরই কোনও কোনও স্থিরতা নেই । তারাই সবসময় অস্পষ্ট কথাবার্তা বলে যাচ্ছে । সেখানে একজন নাগরিক হয়ে কী-ই বা ধারণা থাকবে ? ফিল্ম ইন্ডাস্ট্রির ব্যাপারটা হল, ছোটো থেকে ছোটো কাজ করতেও 50-100 টা লোক লাগে । আমাদের তো আর সোশ্যাল ডিসট্যানসিং করে কাজ করা সম্ভব হবে না । আমার কো-অক্টোরের থেকে আমি যদি 1 মিটার দূরে দাঁড়িয়ে থাকি, অভিনয় কীভাবে করব ? হেয়ার আর মেকআপ তো 1 মিটার দূরে দাঁড়িয়ে করতে পারব না । তাঁদের তো ঘাড়ের উপর উঠেই কাজ করতে হবে । আমাদের জন্য ইমিডিয়েট মানুষই তো হেয়ার, মেকআপ, কস্টিউম ।"

এখন OTT প্ল্যাটফর্মেই অনেক ছবি মুক্তি পাওয়ার কথা চলছে । সেই সব ছবি, যেগুলো সিনেমা হলে মুক্তি পাওয়ার কথা ছিল । তাই নিয়ে হল মালিক, ডিস্ট্রিবিউটারাও ক্ষোভ প্রকাশ করছেন । হিন্দি ছবি, যেমন সুজিত সরকারের 'গুলাবো সিতাবো' মুক্তি পাবে OTT প্ল্যাটফর্মে । মুক্তি পাবে বিদ্যা বালানের 'শকুন্তলা দেবী : দ্য হিউম্যান কম্পিউটার'-ও । এই বিষয় স্বস্তিকা আমাদের বলেন, "খানদের মতো প্রযোজনা সংস্থা আছে যাঁদের, তাঁদের ছবির ডিস্ট্রিবিউশনে নিজেদের মতামত থাকে । আমাদের মতো অভিনেতাদের সত্যি কোনও বক্তব্য থাকে না এই ব্যাপারগুলোতে । এখন আমি যদি দেখি একটা বড় ছবিতে কাজ করেছি, চাইব সেটা হলে রিলিজ় করুক । সিনেমা হল ও থিয়েটারের নিজস্ব চার্ম আছে । ওই লার্জার দ্যান লাইফ অভিজ্ঞতা, বাড়িতে যত বড় টিভিই থাকুক না কেন, পাওয়া সম্ভব না । আমি সবসময় চাইব আমার ছবিটা বড় পরদায় দেখানো হোক । প্রযোজকদের কথাও তো সকলকে ভাবতে হবে । কোটি কোটি টাকার লগ্নি করে বছরের পর বছর যদি তাঁদের বসে থাকতে হয়, সেটা মানতে পারা মুশকিল ।"

.

তবে সিনেমা হল যদি খুলে দেওয়া হয় স্বস্তিকা কী নিজে সিনেমা হলে গিয়ে ছবি দেখবেন ? এই ব্যাপারে স্বস্তিকা বলেন, "কাল থেকে যদি সিনেমা হল খুলেও যায়, আমি তো যাব না । আমার নিজের ভয়েতেই তো আমি যাব না । আমার ধারণা, আমার মত অনেক মানুষই সুরক্ষার কথা ভেবেই যাবেন না । যে প্রযোজকদের কোটি কোটি টাকা আটকে রয়েছে, তিনি যদি মনে করেন আর বসে থাকতে পারছেন না, তিনি যদি সিদ্ধান্ত নেন তিনি যেভাবে চাইছেন সেভাবে ছবি মুক্তি পাক, তাহলে সেটা তো তাঁর সিদ্ধান্ত । আমার এখানে বলার কিছুই নেই ।"

OTT প্ল্যাটফর্ম নিয়ে বেশকিছু ইতিবাচক কথাও বলেন স্বস্তিকা । বললেন, "এই OTT প্ল্যাটফর্ম একটা নতুন ওপেনিং, সারাবিশ্বে সাড়া ফেলে দিয়েছে । না হলে আলপ্যাচিনোর মতো হলিউড স্টার ওয়েব সিরিজ়ের অংশ হতেন না । মেরিল স্ট্রিপ ওয়েব সিরিজ় করছেন । গোটা বিশ্বকে নতুন দিশা দেখাচ্ছে এই প্ল্যাটফর্ম । কেউ যদি অপেক্ষা না করে OTT প্ল্যাটফর্মে ছবি রিলিজ় করতে চায়, করবে । ভালো ছবি হলে মানুষ সেটা দেখবে । হলে গিয়ে যেমন দেখত, বাড়িতেও দেখবে । আমার মনে হয় বাড়িতে বসে বেশি দেখবে।"

সম্প্রতি 'পাতাল লোক' নামে একটি ওয়েব সিরিজ়ে অভিনয় করেছেন স্বস্তিকা । অনুষ্কা শর্মা প্রযোজিত সেই সিরিজ় ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে দর্শকের মধ্যে ।

ABOUT THE AUTHOR

...view details