কলকাতা : কার্গিলের একটা সরকারি স্কুল। পরিকাঠামোর দিক থেকে হয়তো অনেক পিছিয়ে সেই স্কুল, তবে স্কুলের সামনে বসে থাকা হাসিমুখগুলো ভুলিয়ে দেয় সেই অভাবের কথা। হাসিটাকে আরও একটু চওড়া করতে এক অভিনব আবেদন করলেন স্বস্তিকা মুখার্জি।
ইনস্টাগ্রামে স্কুলের বাচ্চাদের একটি ছবি শেয়ার করে স্বস্তিকা লিখেছেন, "১৫ হাজার ফুট উচ্চতা থেকে একটা অনুরোধ সবাইকে। আপনাদের কাছে যদি অতিরিক্ত ইংরেজি বা হিন্দি বই থাকে তাহলে ইন্ডিয়া পোস্টের মাধ্যমে তা কুরিয়ার করুন দয়া করে।"