মুম্বই : প্রতিভা থাকলে স্বীকৃতি আসবেই । তার প্রমাণ স্বস্তিকা মুখোপাধ্য়ায় । কোনওদিন জনপ্রিয়তার ইঁদুর দৌড়ে নাম লেখাননি স্বস্তিকা । আসল বয়সের তুলনায় অনেক বেশি বয়সের চরিত্রে অভিনয় করেছেন । বড় বাজেট ও ব্যানারের লোভে পা না দিয়ে প্রাসঙ্গিক এবং গুরুত্বপূর্ণ চরিত্র করার লক্ষ্যে এগিয়েছেন স্বস্তিকা । আজ তার স্বীকৃতি পাচ্ছেন ।
অনুষ্কা শর্মা প্রযোজিত 'পাতাল লোক'-এ স্বস্তিকার নাম দেখে চমকেছিলেন অনেকেই । সিরিজ়টি যখন মুক্তি পেল, স্বস্তিকাকে এত অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেল সেখানে । তবে শুধু দেখা গেলেই তো হবে না, শেষ কথা বলবে পারফর্মেন্স । দর্শক এবং সমালোচকদের নজর কেড়ে নিলেন 'ডলি' ।