কলকাতা, 18 জুন : বর্ষা আগত দ্বারে ৷ গত তিন দিন ধরে অবিরাম নেমে আসছে বারিধারা ৷ কখনও ঝিরঝিরে, আবার কখনও ঝমঝমিয়ে ৷ বর্ষারানির আগমণে হৃদয় ময়ূরের মতো নেচে উঠেছে অনেকেরই ৷ বৃষ্টির আমেজ পুরোদমে উপভোগ করছেন সেলেব্রিটিরাও ৷ তারই আঁচ মিলল বাংলার দুই দাপুটে অভিনেত্রীর সোশ্যাল দেওয়ালে ৷
বলছি স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও শ্রীলেখা মিত্রের (Sreelekha Mitra) কথা ৷ বর্ষায় বিদ্যুতের তারে শর্টসার্কিটের সম্ভাবনা থাকে ৷ তবে এই বর্ষায় দুই অভিনেত্রীর সামাজিক পাতায় চোখ রাখলেও লাগতে পারে 440 ভোল্ট ৷ নাগাড়ে বৃষ্টির ঠান্ডা ঠান্ডা আমেজ মুহূর্তে উধাও হয়ে যেতে পারে ৷ কারণ স্বস্তিকা ও শ্রীলেখা এমন দুটি ছবি পোস্ট করেছেন, যা আগুন জ্বালিয়ে দিয়েছে ইন্টারনেটে ৷ চলছে লাইক ও কমেন্টের বন্যা ৷
আরও পড়ুন:নীল আকাশ, সবুজ জলরাশি... অস্ট্রিয়াতে কেমন কাটছে পরিণীতির ছুটি ?
স্বস্তিকা তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে যে ছবিটি পোস্ট করেছেন, তা দেখে মনে হচ্ছে সেটা তাঁর চানঘরের ছবি ৷ চোখ, মুখ ও সারা শরীর দিয়ে জল চুঁয়ে পড়ছে ৷ উন্মুক্ত বসনা অভিনেত্রীর নীল চোখের ধারালো চাহনি হাজার হাজার পুরুষকে ঘায়েল করে দেওয়ার জন্য যথেষ্ট ৷ এই ছবি চানঘরের হলেও স্বস্তিকার গলার নেকলেস যেন ছবিটিকে আলাদা মাত্রা দেয় ৷ ছবিটি পোস্ট করে ক্য়াপশনে উইলিয়াম শেক্সপিয়রের লেখা দুটি লাইন লিখেছেন অভিনেত্রী ৷ লিখেছেন, "আমি প্রার্থনা করি, আমার প্রেমে পড়ো না ৷ কারণ মদ্যপানের পর করা শপথের থেকেও আমি বেশি কৃত্রিম ৷"