পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"শুভ হোক নববর্ষ...তোমার আমার" - Swastika Mukherjee shares throwback photo with her father

আজ সকালে বাবার সঙ্গে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করেন স্বস্তিকা । লেখেন, "এমন বিষণ্ণ দিনেও বৈশাখ আসে, আসে একলা সকাল...শুভ হোক নববর্ষ...তোমার আমার । ভালো থেকো বাবা ।"

sdf
sdf

By

Published : Apr 14, 2020, 2:18 PM IST

কলকাতা : বৈশাখ আসার আগেই এক ঝড় এসে কেড়ে নিয়ে গিয়েছে তাঁর প্রিয় মানুষটিকে । একলা করে দিয়েছে তাঁকে । এমন বিষণ্ণতার মাঝেই নিয়ম করে বৈশাখ এসেছে । কিন্তু, প্রতিবারের মতো বছরের এই বিশেষ দিনটিতে তাঁর পাশে নেই সেই মানুষটি । তাই নববর্ষের সকালে প্রথম তাঁর কথাই মনে পড়েছে অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির ।

আজ সকালে বাবার সঙ্গে তোলা একটি ছবি টুইটারে পোস্ট করেছেন তিনি । লেখেন, "এমন বিষণ্ণ দিনেও বৈশাখ আসে, আসে একলা সকাল...শুভ হোক নববর্ষ...তোমার আমার । ভালো থেকো বাবা ।"

11 মার্চ প্রয়াত হন অভিনেতা সন্তু মুখার্জি । বয়স হয়েছিল 69 বছর । দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি । সন্ধ্যায় নিজের বাড়িতেই শেষ নিশ্বাস ত্যাগ করেন । তাঁর এই মৃত্যু ওলটপালট করে দিয়ে যায় স্বস্তিকার জীবন । স্বস্তিকার খুবই কাছের মানুষ ছিলেন তাঁর বাবা । তাই বাবার মৃত্যু ভেঙে পড়েছিলেন তিনি ।

এদিকে কোরোনা সংক্রমণ ও লকডাউনের জেরে নববর্ষের চিরাচরিত ছবিটা আজ উধাও । বসেনি চৈত্র সেলের বাজার । দোকান দোকানে হয়নি হালখাতা । বাড়িতেই বন্দী সবাই । সামাজিক দূরত্ব বজায় রাখতে হই হুল্লোড় করে নতুন বছরকে স্বাগত জানাতে পারছেন না । একাকী থাকতে হচ্ছে ঘরেই । তাই এই কারণে প্রত্যেকের মতো স্বস্তিকারও মন ভালো নেই । আর মন খারাপের মাত্রাটা বাড়িয়েছে বাবার না থাকা ।

ABOUT THE AUTHOR

...view details