কলকাতা : যে মানুষগুলো আত্মহত্যা করার চেষ্টা করেছেন, তাঁদের অন্য চোখে দেখেন অনেকেই। তবে সেটা একেবারেই কাম্য নয় স্বস্তিকার মতে। বরং তাঁদের সঙ্গে কথা বলে, তাঁদের কথা শুনে তাঁদের আবার জীবনমুখী করে তোলা উচিত আমাদের, মনে করেন অভিনেত্রী।
আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, ক্ষতবিক্ষত হাতের ছবি দিলেন স্বস্তিকা - বাঙালি অভিনেত্রী আত্মহত্যা
আজ ওয়ার্ল্ড সুইসাইড প্রিভেনশন ডে। যাঁরা জীবনে ছেদ টানবেন বলে ভাবছেন, তাঁদের ভালোবাসা দিয়ে বা কথা বলে জীবনমুখী করে তোলার দিন আজ। এই বিশেষ দিনটিতে নিজের আত্মহত্যা করার মুহূর্তটিকে মনে করলেন স্বস্তিকা মুখার্জি। নিজের ক্ষতবিক্ষত করা হাতের ছবি দিলেন সোশাল মিডিয়ায়।
নিজেও কখনও আত্মহত্যার চেষ্টা করেছিলেন স্বস্তিকা। সেই ঘটনাটা লুকিয়ে রাখার কোনও চেষ্টা না করেই তিনি তাঁর ক্ষতবিক্ষত হাতের ছবি দিলেন সোশাল মিডিয়ায়। লিখলেন, "আমাদের পাগল, সাইকো, পথচ্যুত, অসুস্থ, বাইপোলার বলা বন্ধ কর। আমাদের বিচার করা বন্ধ কর।"
নিজের বক্তব্য, সিদ্ধান্ত বা নিজের অভিনয়- সবকিছুতেই সাহসী পদক্ষেপ নিয়েছেন স্বস্তিকা। সিঙ্গল মাদার হিসেবে মেয়ের বাবা ও মা দুই ভূমিকাই পালন করেছেন তিনি দাপটে। রিগ্রেট করেননি কোনও কিছুর জন্য। তাঁর এই ছবি শেয়ার করাটাও আর এক সাহসী সিদ্ধান্তের মধ্যে পড়ল। স্বস্তিকা জানালেন, "ওই কাটা দাগগুলো ওঁদের বীরত্বের প্রতীক, ওঁদের অস্তিত্বের প্রতীক।"