পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমার নাম রাজিয়া বা শবনম হলেও অসুবিধা হত না"

CAA নিয়ে মুখ খুললেন স্বস্তিকা মুখার্জি । নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট করেন তিনি ।

dgf
dgf

By

Published : Jan 2, 2020, 11:12 AM IST

কলকাতা : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে সবর দেশের বিভিন্ন অংশের মানুষ । কোথাও বিক্ষোভ দেখানো হচ্ছে, আবার কোথাও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ট্রেন, বাস ও পুলিশের গাড়িতে । এই আইনের বিরোধিতা করেছিলেন টলিউড ও বলিউডের একাধিক তারকা । আর এবার সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করলেন স্বস্তিকা মুখার্জি ।

নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এ বলা হয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, ক্রিশ্চান, শিখ, পার্সি, জৈন ও বৌদ্ধদের নাগরিকত্ব দেওয়া হবে । কিন্তু, আইনের মধ্যে কোথাও ওই তিন দেশের মুসলিমদের কথা উল্লেখ করা হয়নি । এই প্রসঙ্গ তুলে সরব হয়েছে বিরোধীরা । তাদের অভিযোগ, এই আইনের ফলে মুসলিমরা সমস্যায় পড়বে । যদিও কেন্দ্রের তরফে একাধিকবার বলা হয়েছে, CAA নিয়ে ভারতীয় মুসলিমদের চিন্তার কোনও কারণ নেই ।

এবার CAA নিয়ে মুখ খুললেন স্বস্তিকা । ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, "আদাব/নমস্কার । আমার নাম স্বস্তিকা মুখার্জি । তা না হয়ে রাজিয়া খাতুন বা শবনম খান হলেও অসুবিধা হত না । আমি এই দেশের নাগরিক, এ দেশ আমার এটাই শেষ কথা । আমি খেটে খাওয়া মানুষ, আরও সহস্র কোটি মানুষের মতোই মুখে রক্ত তুলে খেটে খাই । গদিতে বসে ধর্মের নামে মানুষকে পিশাচ বানিয়ে লাঠি ঘোরাতে দেব না ।"

সম্প্রতি মঞ্চস্থ হয়েছিল 'তিতুমির' নামে একটি নাটক । প্রতিবাদ আন্দোলনকে তুলে ধরা হয়েছিল ওই নাটকে । এই ধরনের নাটক পরিবেশনের জন্য পরিচালক জয়রাজ ভট্টাচার্যকে ওই পোস্টের নিচে ধন্যবাদও জানিয়েছেন স্বস্তিকা ।

এদিকে পোস্টটি করার পরই তা ভাইরাল হয়ে যায় । স্বস্তিকাকে কটাক্ষ করেন অনেকেই । তাতে কোনও গুরুত্ব দেননি অভিনেত্রী । আবার এই পোস্ট করার জন্য অনেক নেটিজ়েনই তাঁর প্রশংসাও করেছেন ।

ABOUT THE AUTHOR

...view details