কলকাতা : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও জাতীয় নাগরিক পঞ্জির বিরুদ্ধে সবর দেশের বিভিন্ন অংশের মানুষ । কোথাও বিক্ষোভ দেখানো হচ্ছে, আবার কোথাও আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে ট্রেন, বাস ও পুলিশের গাড়িতে । এই আইনের বিরোধিতা করেছিলেন টলিউড ও বলিউডের একাধিক তারকা । আর এবার সোশ্যাল মিডিয়ায় নিজের মত প্রকাশ করলেন স্বস্তিকা মুখার্জি ।
নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019-এ বলা হয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ভারতে আসা হিন্দু, ক্রিশ্চান, শিখ, পার্সি, জৈন ও বৌদ্ধদের নাগরিকত্ব দেওয়া হবে । কিন্তু, আইনের মধ্যে কোথাও ওই তিন দেশের মুসলিমদের কথা উল্লেখ করা হয়নি । এই প্রসঙ্গ তুলে সরব হয়েছে বিরোধীরা । তাদের অভিযোগ, এই আইনের ফলে মুসলিমরা সমস্যায় পড়বে । যদিও কেন্দ্রের তরফে একাধিকবার বলা হয়েছে, CAA নিয়ে ভারতীয় মুসলিমদের চিন্তার কোনও কারণ নেই ।