ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"এক রাতের জন্য কত টাকা?", সোশাল মিডিয়ায় স্বস্তিকাকে প্রশ্ন জনৈক ব্যক্তির - স্বস্তিকা মুখার্জির সোশাল মিডিয়া

ফের সোশাল মিডিয়ায় অশ্লীল মন্তব্যের মুখোমুখি স্বস্তিকা মুখার্জি। তবে অভিনেত্রীও চুপ থাকার পাত্রী নন, জবাব দিলেন মোক্ষম।

Swastika Mukherjee latest story
author img

By

Published : Nov 19, 2019, 12:54 PM IST

কলকাতা : স্বস্তিকা মুখার্জি বরাবরই খুব বোল্ড, নিজের মতামত নিয়ে খুবই স্পষ্ট। আর সেই কারণে তাঁকে অনেক বিরূপ মন্তব্যের মুখোমুখি হতে হয় সোশাল মিডিয়ায়। কিন্তু, তাতে নো পরোয়া অভিনেত্রীর। কীভাবে সেই সমস্ত মন্তব্যকারীকে চুপ করিয়ে দিতে হয়. তা ভালো করেই জানেন তিনি।

সম্প্রতি এক সোশাল মিডিয়া ব্যবহারকারী স্বস্তিকাকে প্রশ্ন করেছেন, "এক রাতের জন্য কত টাকা?" এই অশ্লীল মন্তব্যের মুখোমুখি হয়ে স্বস্তিকা সেই ব্যক্তিকে পালটা লিখেছেন, "আপনি আমায় অ্যাফোর্ড করতে পারবেন না স্যার। কিন্তু, বিনা পয়সায় কল্পনা করা যায় অনেক কিছু। আপনি সেটা চেষ্টা করতে পারেন।"

স্বস্তিকার এই জবাবে তাঁর অনুরাগীরা ধন্য ধন্য করছেন। কেউ লিখেছেন, "আপনি যেভাবে এই সব চিপ মানুষগুলোকে জবাব দেন সেটা আমার খুব ভালো লাগে।"

.

তো কেউ লিখেছেন, "আবারও একটা স্যালুট আপনার প্রাপ্য।" আবার কারো মতে, "খুব ভালো স্বস্তিকা..একটা যোগ্য জবাব।"

.

এর আগেও বিভিন্ন সময়ে স্বস্তিকাকে এই ধরনের মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে স্বস্তিকাকে। সেই সমস্ত মন্তব্যকে স্বস্তিকা নিজেই জনসমক্ষে এনেছেন ও তার যোগ্য জবাব দিয়েছেন, ট্রোলারদের বুঝিয়েছেন তিনি কতটা স্পষ্টবাদী।

ABOUT THE AUTHOR

...view details