পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

সহ অভিনেত্রী ক্যাটেগরিতে নমিনেশন ? বেজায় চটলেন স্বস্তিকা - স্বস্তিকা মুখার্জির খবর

সম্প্রতি WBFJA অ্যাওয়ার্ডে নমিনেশনের তালিকা প্রকাশ হয়েছে । সেখানে 'শাহজাহান রিজেন্সি' ছবিতে অভিনয়ের জন্য সেরা সহ অভিনেত্রীর নমিনেশন পেয়েছেন স্বস্তিকা মুখার্জি ।

Swastike mukherjee nomination
Swastike mukherjee nomination

By

Published : Jan 8, 2020, 11:58 PM IST

কলকাতা : সৃজিত মুখার্জি পরিচালিত 'শাহজাহান রিজেন্সি' ছবিতে স্বস্তিকা ছিলেন ছবির কেন্দ্রবিন্দুতে । তাঁর অভিনয় ভীষণ ভাবে প্রশংসিত হয় । তবে তাঁকে সেরা অভিনেত্রী ক্যাটেগরিতে নয়, সহ অভিনেত্রীর ক্যাটেগরিতে নমিনেশন দেওয়া হয় WBFJA অ্যাওয়ার্ডে । সেই নিয়ে চূড়ান্ত ক্ষোভ প্রকাশ করলেন অভিনেত্রী ।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

স্বস্তিকা তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, "ডিয়ার WBFJA অ্যাওয়ার্ড, আমি শুনলাম আপনারা আমায় 'শাহজাহান রিজেন্সি'-তে অভিনয়ের জন্য সহ অভিনেত্রীর ক্যাটেগরিতে নমিনেট করেছেন । আমি যতদূর জানি, আমি এই ছবিতে কাউকে সাপোর্ট করিনি । এই নমিনেশন আমি প্রত্যাখ্যান করছি ।"

তিনি আরও লিখেছেন, "এই দেশে সবকিছুই একটা মজা । আমি যদি এই নিয়ে কোনও মন্তব্য করি সেটা আপনাদের অর্গানাইজ়েশনের জন্য ভালো হবে না । তাই আমায় এই অ্যাওয়ার্ড দেবেন না । আমি সেটাও গ্রহণ করব না ।"

দেখে নিন স্বস্তিকার সেই পোস্ট..

ABOUT THE AUTHOR

...view details