কলকাতা : সোশাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ স্বস্তিকা মুখার্জি । নিজের ব্যক্তিগত জীবনের ঝলক দেওয়ার সঙ্গে সঙ্গে সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে নিজের মন্তব্যও শেয়ার করেন তিনি । মাঝেমধ্যে আবার একটু কাব্যিক হয়ে ওঠেন, লেখেন নিজের কোনও উপলব্ধির কথা ।
সম্প্রতি সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন স্বস্তিকা । আলো আঁধারি পরিবেশে তাঁকে দেখা যাচ্ছে শাড়িতে । তবে একটু অন্যরকমভাবে পরা সেই শাড়ি, ব্লাউজ়ের বোতাম খোলা । বেশ একটা ইন্দো-ওয়েস্টার্ন লুক তৈরি করেছেন স্বস্তিকা ।