পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Swastik Sanket Release Date : সায়ন্তন ঘোষালের হাত ধরে বড়পর্দায় আসছেন নেতাজি - সায়ন্তন ঘোষালের হাত ধরে বড়পর্দায় আসছেন নেতাজি

বড়পর্দায় ফের আসছেন নেতাজি । হিটলারের সঙ্গে নেতাজির সাক্ষাৎ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আসছে সায়ন্তন ঘোষালের বাংলা সিনেমা 'স্বস্তিক সংকেত' (Swastik Sanket will be released on 21 January)।

Swastik Sanket Release Date
সায়ন্তন ঘোষালের হাত ধরে বড়পর্দায় আসছেন নেতাজি

By

Published : Jan 8, 2022, 3:27 PM IST

কলকাতা, 8 জানুয়ারি : দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আসছে সায়ন্তন ঘোষালের বাংলা সিনেমা 'স্বস্তিক সংকেত'। দেবারতি মুখোপাধ্যায়ের লেখা ‘নরক সংকেত’ অবলম্বনে এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌগত বসু (Swastik Sanket will be released on 21 January) ।

এই সিনেমার হাত ধরেই বড়পর্দায় ফের নেতাজির আগমন । প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধ । হিটলারের সঙ্গে নেতাজির রণকৌশল নিয়ে চলছে নানা পরীক্ষানিরীক্ষা, যার মধ্যে রয়েছে বায়োলজিক্যাল ওয়েপন নিয়ে নানা গবেষণা । এর মাঝেই আবিষ্কার হয় এক নভেল ভাইরাসের । যার চূড়ান্ত অপব্যবহার শুরু করে নাৎসি বাহিনী । ওদিকে আবিষ্কারক বিজ্ঞানী লুকিয়ে ফেলে সেই মারণ ভাইরাসের অ্যান্টিডোটের ফর্মুলা ।

আরও পড়ুন : ওয়েবে এবার অন্য স্বাদ, কবির লড়াই নিয়ে আসছে ঝালাগান পালাগান

ইতিহাস পেরিয়ে গল্প এরপর ঢোকে বর্তমানে । ছবির নায়িকা রুদ্রাণী ক্রিপ্টোগ্রাফির উপরে একটি বই লেখে । বই প্রকাশের জন্য লন্ডনে পাড়ি দেয় সে । রুদ্রাণীর স্বামী প্রিয়ম পেশায় আইটি কর্মী । প্রবাসে স্বামীর সঙ্গে মূল্যবান সময় কাটানো তো দূর, দুজনেই জড়িয়ে পড়ে এক রহস্য-সন্ধানে । তারপর কী হয় সেটাই জানা যাবে ২১ জানুয়ারি । রুদ্রাণী ও প্রিয়মের চরিত্রে রয়েছেন নুসরত জাহান এবং গৌরব চক্রবর্তী । শতাফ ফিগার রয়েছেন সিগমন্ড শুমেখারের চরিত্রে । জার্মান এই চরিত্রটির বাবা ভারতীয়, মা জার্মানির । নেতাজির চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় । দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে । সুভাষ চট্টোপাধ্যায় ও তাঁর বাবার দু’টি চরিত্রেই অভিনয় করেছেন তিনি । তাঁর বয়স্ক লুক তৈরি করা হয়েছে প্রস্থেটিক্স মেক আপের সাহায্যে । এই দিকটি সামলেছেন সোমনাথ কুণ্ডু ।

আরও পড়ুন : নিজের শর্তে বাঁচেন, জন্মদিনে ফিরে দেখা টলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’কে

নেতাজির জীবনের এক অজানা পর্ব তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ছবিতে । পরিচালকের কথায়, ‘‘নেতাজির আজাদ হিন্দ বাহিনী কিংবা অন্তর্ধান রহস্য নিয়ে যতখানি আলোচনা হয়, তাঁর জার্মানি যাওয়া এবং হিটলারের সঙ্গে সাক্ষাৎ পর্ব নিয়ে ততটা হয় না । এই ছবিতে সেই দিকটিকেই অধিক গুরুত্ব দেওয়া হবে এই ছবিতে ।" অন্যদিকে, এই সময়ের কথা ভেবেই চিত্রনাট্যে মারণ ভাইরাসের বিষয়টি জুড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা । ছবির আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন রাজানারায়ণ দেব । সঙ্গীত পরিচালনায় স্যাভি । ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্বস্তিক সঙ্কেত’ ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details