কলকাতা, 8 জানুয়ারি : দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে আসছে সায়ন্তন ঘোষালের বাংলা সিনেমা 'স্বস্তিক সংকেত'। দেবারতি মুখোপাধ্যায়ের লেখা ‘নরক সংকেত’ অবলম্বনে এই ছবির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৌগত বসু (Swastik Sanket will be released on 21 January) ।
এই সিনেমার হাত ধরেই বড়পর্দায় ফের নেতাজির আগমন । প্রেক্ষাপট দ্বিতীয় বিশ্বযুদ্ধ । হিটলারের সঙ্গে নেতাজির রণকৌশল নিয়ে চলছে নানা পরীক্ষানিরীক্ষা, যার মধ্যে রয়েছে বায়োলজিক্যাল ওয়েপন নিয়ে নানা গবেষণা । এর মাঝেই আবিষ্কার হয় এক নভেল ভাইরাসের । যার চূড়ান্ত অপব্যবহার শুরু করে নাৎসি বাহিনী । ওদিকে আবিষ্কারক বিজ্ঞানী লুকিয়ে ফেলে সেই মারণ ভাইরাসের অ্যান্টিডোটের ফর্মুলা ।
আরও পড়ুন : ওয়েবে এবার অন্য স্বাদ, কবির লড়াই নিয়ে আসছে ঝালাগান পালাগান
ইতিহাস পেরিয়ে গল্প এরপর ঢোকে বর্তমানে । ছবির নায়িকা রুদ্রাণী ক্রিপ্টোগ্রাফির উপরে একটি বই লেখে । বই প্রকাশের জন্য লন্ডনে পাড়ি দেয় সে । রুদ্রাণীর স্বামী প্রিয়ম পেশায় আইটি কর্মী । প্রবাসে স্বামীর সঙ্গে মূল্যবান সময় কাটানো তো দূর, দুজনেই জড়িয়ে পড়ে এক রহস্য-সন্ধানে । তারপর কী হয় সেটাই জানা যাবে ২১ জানুয়ারি । রুদ্রাণী ও প্রিয়মের চরিত্রে রয়েছেন নুসরত জাহান এবং গৌরব চক্রবর্তী । শতাফ ফিগার রয়েছেন সিগমন্ড শুমেখারের চরিত্রে । জার্মান এই চরিত্রটির বাবা ভারতীয়, মা জার্মানির । নেতাজির চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় । দ্বৈত চরিত্রে অভিনয় করতে দেখা যাবে রুদ্রনীল ঘোষকে । সুভাষ চট্টোপাধ্যায় ও তাঁর বাবার দু’টি চরিত্রেই অভিনয় করেছেন তিনি । তাঁর বয়স্ক লুক তৈরি করা হয়েছে প্রস্থেটিক্স মেক আপের সাহায্যে । এই দিকটি সামলেছেন সোমনাথ কুণ্ডু ।
আরও পড়ুন : নিজের শর্তে বাঁচেন, জন্মদিনে ফিরে দেখা টলিউডের ‘কন্ট্রোভার্সি কুইন’কে
নেতাজির জীবনের এক অজানা পর্ব তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ছবিতে । পরিচালকের কথায়, ‘‘নেতাজির আজাদ হিন্দ বাহিনী কিংবা অন্তর্ধান রহস্য নিয়ে যতখানি আলোচনা হয়, তাঁর জার্মানি যাওয়া এবং হিটলারের সঙ্গে সাক্ষাৎ পর্ব নিয়ে ততটা হয় না । এই ছবিতে সেই দিকটিকেই অধিক গুরুত্ব দেওয়া হবে এই ছবিতে ।" অন্যদিকে, এই সময়ের কথা ভেবেই চিত্রনাট্যে মারণ ভাইরাসের বিষয়টি জুড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা । ছবির আবহ সঙ্গীতের দায়িত্বে রয়েছেন রাজানারায়ণ দেব । সঙ্গীত পরিচালনায় স্যাভি । ২১ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘স্বস্তিক সঙ্কেত’ ।