পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Sushant Singh Rajput: সুশান্ত বেঁচে আছেন ? অলৌকিক কিছু ? তোলপাড় নেটপাড়া - সুশান্ত সিং রাজপুতের খবর

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) কি বেঁচে আছেন ? অলৌকিক কোনও ঘটনায় কি তিনি ফের ফিরে এলেন ? এমনই নানা প্রশ্নে শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায় ৷

sushant singh rajput's new facebook profile pic makes netizens surprised
সুশান্ত বেঁচে আছেন ? অলৌকিক কিছু ঘটল ? তোলপাড় নেটপাড়া

By

Published : Aug 20, 2021, 9:40 PM IST

কলকাতা, 20 অগস্ট : ফিরে এলেন সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput)! তিনি কি বেঁচে আছেন ? অলৌকিক কিছু ঘটল ? নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে অন্য কোনও রহস্য ? একটি ঘটনায় এমনই নানা প্রশ্নে তোলপাড় ইন্টারনেট ৷

ঘটনার সূত্রপাত সুশান্ত সিং রাজপুতের ফেসবুক প্রোফাইল ঘিরে ৷ 18 অগস্ট ভোর সাড়ে 6টা নাগাদ হঠাৎই সুশান্ত সিং রাজপুতের ফেসবুক প্রোফাইলে ভেসে ওঠে নতুন ছবি (New Facebook Profile Pic) ৷ প্রয়াত অভিনেতার একটি ছবি তাঁর হ্যান্ডেল থেকে পোস্ট করা হয় ৷ এতেই আঁতকে ওঠেন তাঁর ভক্তরা ৷ কে সুশান্তের হ্যান্ডেল থেকে তাঁর ছবি পোস্ট করল, এই প্রশ্নে শোরগোল শুরু হয়ে যায় ৷ এর পেছনে অলৌকিক কিছু রয়েছে কি না, সেই ভাবনাও আসে অনেকের মনে ৷ একজন তো লেখেন, "আমি হতবাক ! কে সুশান্তের অ্যাকাউন্ট হ্যান্ডেল করছেন ? এই পেজটা শুধু সুশান্তই হ্যান্ডেল করতেন ৷ তাহলে কে তাঁর প্রোফাইল পিকচার আপডেট করলেন ? কী হচ্ছে এ সব ?"

আরও পড়ুন:Binisutoy: মুক্তি পেল বিনিসুতোয়, হলে গিয়ে ঋত্বিক-জয়ার ছবি দেখে উচ্ছ্বসিত ইমন

সিরিয়ার এক কন্যা আবার লিখেছেন, "এটা যদি সত্যি হত ! তুমি যদি বেঁচে থাকতে ! এক বছর হয়ে গিয়েছে ৷ তবু তোমাকে ছাড়া বাঁচতে পারছি না ৷ আমি সিরিয়ার মেয়ে ৷ তোমায় খুব ভালোবাসি ৷"

যিনিই সুশান্তের প্রোফাইল পিকচার আপডেট করে থাকুন, তাঁকে তা না-করার অনুরোধ জানিয়েছেন এক ভক্ত ৷ তিনি কমেন্ট বক্সে লিখেছেন, "যিনিই এই পেজ আপডেট করেছেন, তাঁকে অনুরোধ, এটা আর করবেন না ৷ আমরা তাঁর স্মৃতি নিয়েই বাঁচতে চাই ৷ অন্য কেউ এই প্রোফাইল আপডেট করলে আমাদের কষ্ট বাড়ে ৷" আর একজনের কথায়, "যদি সুশ থাকত ! কিন্তু দুঃখের বিষয় ও নেই ৷ আর কারা আমাদের আবেগ নিয়ে খেলা করছেন ?" অনেকে তো আবার সুশান্তের ফিরে আসার আকুতিতেও সরব হয়েছেন ৷ লিখেছেন, "সম্ভব হলে তুমি আবার ফিরে এসো ৷ তোমাকে আমরা খুব মিস করি ৷" এক বাঙালি লিখেছেন, "যদি সবকিছু মিথ্যে প্রমাণ করে আবার ফিরে আসো, তবে অবাক হব না ।" আর এক ভক্ত একে "ভৌতিক ব্যাপার স্যাপার" বলে মনে করছেন ৷

আরও পড়ুন:KBC 13 : অমিতাভের শোয়ে 5 বদল, প্রথম সপ্তাহেই হটসিটে সৌরভ-সেহওয়াগ

সুশান্ত মৃত বলে যাঁরা তাঁর প্রোফাইল আপডেটে আপত্তি জানিয়েছেন, তাঁদের আবার অনেকের কটাক্ষের শিকার হতে হয়েছে ৷ একজন যেমন লিখেছেন, "সব মানসিক রোগী ! নিজেদের মানসিক স্বাস্থ্যের চিকিৎসা করান ৷ শিগগিরই সেরে উঠুন ৷ যদি আপনাদের অসুবিধেই থাকে, তাহলে একজন মৃত ব্যক্তির দেওয়ালে ঘুরছেন কেন এবং কমেন্ট করছেন কেন ?"

আরও পড়ুন:Pori Moni: মিলল না মুক্তি, মাদক মামলায় ফের হেফাজতে পরীমণি

2020 সালের 14 জুন বান্দ্রার আবাসন থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ ৷ তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তের পর জানায় পুলিশ ৷ তবে তাঁর মৃত্যু রহস্যের এখনও সমাধান হয়নি ৷ চলছে তদন্ত ৷ সুশান্তের মৃত্যুর পর মুক্তি পায় তাঁর শেষ ছবি দিল বেচারা ৷ সেই ছবি দেখেও ভক্তরা বারবার বিশ্বাস করতে চেয়েছেন যে, সুশান্ত বেঁচে আছেন ৷ আর অভিনেতার মৃত্যুর এক বছরেরও বেশি সময় পর তাঁর প্রোফাইল আপডেট হওয়ায় সেই অলীক বিশ্বাসকে জড়িয়েই মনকে সান্ত্বনা দিতে চাইছেন তাঁর ভক্তরা ৷

ABOUT THE AUTHOR

...view details