মুম্বই, 14 জুন :গত বছর আজকের দিনে বান্দ্রার অ্যাপার্টমেন্টে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) দেহ ৷ এরপরই শুরু হয় প্রয়াত অভিনেতার ব্যক্তিগত জীবন নিয়ে নাড়াঘাঁটা ৷ মৃত্যুর তদন্তে উঠে আসে তাঁর মাদক সেবনের কথা ৷ তবে তাঁর মৃত্যুর জন্য সুশান্তের ভক্তরা কাঠগড়ায় তোলেন বলিউডের নেপোটিজমকে ৷ তাঁদের দাবি, নেপোটিজমের শিকার হয়েই মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছিলেন পিকে স্টার ৷ তাঁর মৃত্যুর প্রধান কারণ সেটাই ৷ এই তত্ত্বেই তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া ৷ টার্গেট করা হয় বলিউডের তাবড় তাবড় সেলিব্রিটিদের ৷ কেন বিভিন্ন ফিল্ম থেকে সুশান্তকে সরিয়ে দেওয়া হয়, প্রশ্ন ওঠে তা নিয়েও ৷ সুশান্তের সংক্ষিপ্ত কেরিয়ারগ্রাফের দিকে নজর ঘোরালে দেখা যাবে, সঞ্জল লীলা বনসালির ফিল্ম-সহ বেশ কয়েকটি বড় ফিল্ম হাতছাড়া হয়েছিল সুশান্তের ৷ যা অভিনেতার মনের উপর প্রবল চাপ সৃষ্টি করে বলে দাবি ভক্তদের ৷
2008 সালে 'কিস দেশ মে হ্যায় মেরা দিল'-এর মাধ্যমে টেলিভিশনে অভিষেক ঘটে সুশান্ত সিং রাজপুতের ৷ তবে তার পরের বছর 'পবিত্র রিশতা' ধারাবাহিকে মানব নামে একটি চরিত্রে অভিনয় করে তিনি সবার নজরে আসেন ৷ সেখানে তাঁর বিপরীতে ছিলেন অঙ্কিতা লোখণ্ডে ৷ ছোট পর্দাতেই দর্শকদের মনে জায়গা করে নিয়ে 2003 সালে বলিউডে পদার্পণ করেন তিনি ৷ তাঁর প্রথম ফিল্ম অভিষেক কাপুরের 'কায় পো চে'৷ দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নেয় এই ফিল্ম ৷ তবে বেশ কয়েকটি বিগ বাজেট ফিল্ম তাঁর হাতছাড়া হয়ে যায় ৷
আরও পড়ুন:ভগ্ন হৃদয়ে সুশান্ত স্মরণ, ন্যায়বিচার চেয়ে সরব ভক্তরা
পদ্মাবত, বাজিরাও মস্তানি, রামলীলা
সুশান্তের মৃত্যুর তদন্তে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল পরিচালক সঞ্জয় লীলা বনসালিকে ৷ পুলিশের কাছে তাঁর দাবি, তিনি সুশান্তকে 'গোলিয়ো কি রাসলীলা রামলীলা', 'বাজিরাও মস্তানি' (Bajirao Mastani) ও 'পদ্মাবত' (Padmaavat) ফিল্মে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন ৷ তবে তাঁদের মধ্যে তারিখ নিয়ে কিছু সমস্যা হয়েছিল ৷ কোনওভাবেই সময় ম্যাচ না করায়, এই তিন ফিল্মে কাজ করা হয়নি সুশান্তের ৷
ফিতুর