পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Jun 14, 2021, 4:43 PM IST

Updated : Jun 14, 2021, 5:23 PM IST

ETV Bharat / sitara

Sushant Singh Rajput: সুশান্তের মৃত্যুবার্ষিকীতে মানবাধিকার কমিশনে অভিযোগ, তদন্তের আপডেট দিল সিবিআই

সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) মৃত্যুবার্ষিকীতে ন্যায়বিচারের দাবিতে মানবাধিকার কমিশনে নতুন করে অভিযোগ দায়ের করা হল ৷ আবার এ দিনই তদন্তের গতিপ্রকৃতির আপডেট দিল সিবিআই (CBI) ৷

Sushant Singh Rajput Case Not Closed, CBI Shares Update On Actor's First Death Anniversary, fresh complaint filed with the NHRC
সুশান্তের মৃত্যুবার্ষিকীতে মানবাধিকার কমিশনে অভিযোগ, তদন্তের আপডেট দিল সিবিআই

মুম্বই, 14 জুন :সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput) প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর মৃত্যুর তদন্ত কত দূর এগিয়েছে, তার আপডেট জানাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (CBI) ৷ সিবিআই এ দিন জানিয়েছে, মামলা এখনও শেষ হয়নি ৷ সমস্ত দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ৷ এ দিকে, প্রয়াত অভিনেতাকে ন্যায়বিচার দিতে আজই ফের জাতীয় মানবাধিকার কমিশনে (NHRC) অভিযোগ জানানো হয়েছে ৷

গত বছর 14 জুন রবিবাসরীয় দুপুরে এক লহমায় মাথায় বাজ ভেঙে পড়েছিল দেশবাসীর ৷ জানা যায়, মুম্বইয়ের বান্দ্রায় নিজের বাড়িতেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয়েছে সুশান্ত সিং রাজপুতের দেহ ৷ বিদ্যুতের গতিতে খবরটা ছড়িয়ে পড়ে ৷ শুনে কেউ বিশ্বাস করতে পারছিলেন না ৷ এরপর শুরু হয় তদন্ত ৷ প্রকাশ্যে আসে এর পেছনে জাল জড়িয়েছে মাদক চক্রের ৷ জড়িয়ে যায় তাবড় তাবড় সেলিব্রিটির নাম ৷ অনেককে জিজ্ঞাসাবাদও করা হয় ৷ গ্রেফতার করা হয় সুশান্তের চর্চিত গার্লফ্রেন্ড রিয়া চক্রবর্তী, তাঁর ভাই সৌভিক-সহ আরও অনেককে ৷ দিনকয়েক আগেই গ্রেফতার করা হয়েছে সুশান্তের বন্ধু তথা রুমমেট সিদ্ধার্থ পিঠানিকে ৷ তবে তদন্তের জাল এখনও গোটাতে পারেনি সিবিআই ৷

আরও পড়ুন:'গডফাদার' ছাড়াই সাফল্য়ের চূড়ায় যাঁরা...

এরই মধ্যে চলে এল সুশান্তের মৃত্যুবার্ষিকী ৷ এই দিনেই ফের ন্যায়বিচারের দাবিতে সরব হয়েছেন পিকে স্টারের ভক্তরা ৷ সুশান্তের বাড়ির সামনে জড়ো হয়ে হাতে প্ল্য়াকার্ড নিয়ে মৌন প্রতিবাদ জানান তাঁরা ৷ এ দিকে, আজই আবার জাতীয় মানবাধিকার কমিশনে সুশান্তের ন্যায়বিচারের দাবিতে অভিযোগ দায়ের করা হয়েছে ৷ এই মামলার তদন্তে যাতে প্রকৃত অপরাধী ধরা পড়ে, সে জন্য সুয়োমোটো অভিযোগ আনার দাবি জানানো হয়েছে ৷ মুম্বই বিশ্ববিদ্যালয়ের আইনের ছাত্র আশিস রাই তাঁর অভিযোগে দাবি করেছেন যে, সুশান্তের মৃত্যু অস্বাভাবিক ৷ তাঁর বা তাঁর বাবা-মায়ের অনুমতি না নিয়েই তাঁকে মাদক সেবন করানো হত ৷ বলিউডের নেপোটিজমের দ্বারা তাঁর উপর মানসিকভাবে অত্যাচারও করা হয়েছিল বলে অভিযোগে দাবি করা হয়েছে ৷ এই নেপোটিজমই অভিনেতার মৃত্যুর প্রধান কারণ বলেও দাবি করেছেন ওই আইনের ছাত্র ৷

আরও পড়ুন:"গরম এসেছে", সানির ছবি আগুন ছড়াল ইন্টারনেটে

এ দিকে, সুশান্তের মৃত্যুর সঠিক তদন্তের দাবি যখন আরও জোরালো হয়েছে, তখনই তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে তদন্তের গতিপ্রকৃতি নিয়ে মুখ খুলেছে সিবিআই ৷ সিবিআইয়ের এক আধিকারিক জানিয়েছেন, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত এখনও চলছে ৷ এই মামলার সঙ্গে জড়িত সমস্ত বিষয় গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ৷

Last Updated : Jun 14, 2021, 5:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details