মুম্বই, 9 সেপ্টেম্বর: জন্মদিনের আগের দিনই তাঁকে ছেড়ে চলে গিয়েছেন মা অরুণা ভাটিয়া (Aruna Bhatia) ৷ তাই 54 বছরের জন্মদিনে মন ভারাক্রান্ত অক্ষয় কুমারের (Akshay Kumar) ৷ তাঁর বিশ্বাস, মা যেখানেই থাকুন, আজ তিনি ছেলের জন্য হ্যাপি বার্থ ডে গান গাইছেন ৷ এই বেদনার মূহূর্তেও জীবন থেমে থাকবে না, মনখারাপি পোস্টে সেই বার্তাই দিলেন বলিউডের খিলাড়ি ৷
জন্মদিনের সকালে মায়ের সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের একটি ছবি টুইটারে পোস্ট করেছেন অক্ষয় কুমার ৷ ক্যাপশনে তিনি লিখেছেন, "আগে কখনও এই রকম ভাবে ভাল লাগেনি ৷ তবে আমি নিশ্চিত, সেখান থেকে মা আমার জন্য হ্যাপি বার্থ ডে গান গাইছেন ৷ আপনাদের সান্ত্বনা ও শুভেচ্ছার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি ৷ জীবন চলছে ৷"
শুক্রবার রাতেই অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়াকে মুম্বইয়ের হীরানন্দানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ তবে পরিবারের অনুরোধে সেই খবর গোপন রেখেছিল হাসপতাল কর্তৃপক্ষ ৷ পরিস্থিতি সঙ্কটজনক হওয়ায় তাঁকে আইসিইউতে রাখা হয় ৷ এই খবর পেয়ে শ্যুটিং ফেলে ব্রিটেন থেকে মুম্বই ফিরে আসেন বলিউডের খিলাড়ি ৷ তবে শেষরক্ষা হয়নি ৷
আরও পড়ুন:Aruna Bhatia : প্রয়াত অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া