মুম্বই : নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে সেরা শিশু অভিনেতার শিরোপা পেল ভারতীয় শিশু অভিনেতা সানি পাওয়ার।
১৯তম নিউইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয় পরিচালক সফদার রহমানের ছবি 'চিপ্পা'। সেই ছবিতেই চিপ্পার চরিত্রে অভিনয় করে লাইন খ্যাত এই খুদে অভিনেতা। দর্শক ও বিচারকদের মনে দাগ কেটে যায় সানির অভিনয়। তাই সেরা শিশু অভিনেতা হিসেবে এই খুদেকে বেছে নেন তাঁরা।
ছবিটির শুটিং হয়েছে কলকাতার অলিগলিতে। ছবির গল্প চিপ্পাকে নিয়ে। রাস্তার ধারে থাকা এক পরিবারের গল্প। একরাতে চিপ্পা কিছু টাকা, একটা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে কলকাতা ভ্রমণে। সঙ্গে উর্দুতে লেখা বাবার চিঠি। এরপর একে একে দেখা হতে থাকে অনেকের সঙ্গে। বাবার চিঠি কে পড়তে পারবে সেই খোঁজ চালায় সে। এরপর কী হল, সেটা তো ছবিটি দেখলে বোঝা যাবে।
ইতিমধ্য়ে একাধিক ফিল্ম ফেস্টিভালে ঘুরে ফেলেছে ছবিটি। মামি ২০১৮, ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভাল অফ লস অ্যাঞ্জেলস সহ বিভিন্ন ফিল্ম ফেস্টিভালে প্রশংসাও কুড়িয়েছে।