কলকাতা : সুনীল শেট্টির কোম্পানি FTC ট্যালেন্ট ডট কম, P অ্যান্ড P এন্টারটেইনমেন্ট এবং ঋতুপর্ণা মনে করছেন এই চ্যালেঞ্জ লকডাউনে মানুষের হতাশা ও দুশ্চিন্তা দূর করবে । আর এই প্রতিযোগিতায় জিততে পারলে বিজেতাদের কাছে পৌঁছে যাবে একটা বড় অঙ্কের টাকা ও পুরস্কার ।
সুনীল শেট্টি বলেছেন, "ক্রিয়েটিভিটির শক্তিকে লকডাউন করা যায় না । ক্রিয়েটিভ মানুষদের জন্য এটা একটা সুবর্ণ সুযোগ । নিজের বাড়িতে বসেই, নিজের মোবাইল ফোনে আপনারা শর্টফিল্ম বানিয়ে ফেলতে পারবেন । ছবিতে অভিনয় করার সুযোগ পাবেন । কোনও পরিচালক বা প্রযোজনা সংস্থায় অ্যাসিস্ট্যান্ট হওয়ার সুযোগ পাবেন । উইনার হলে ক্যাশ প্রাইজ পাবেন, পুরস্কার পাবেন । বাড়িতে থাকুন । বাড়িতে থেকে শুটিং করুন । সুস্থ থাকুন । অল দ্য বেস্ট।"
P অ্যান্ড P এন্টারটেইনমেন্ট পূর্ব ভারতের হয়ে সুনীল শেট্টির কোম্পানির সঙ্গে যুক্ত হয়েছে । পূর্ব-ভারত থেকে যাতে নতুন প্রতিভা উঠে আসে সেই দিকে লক্ষ্য রাখছে তারা । প্রযোজনা সংস্থার সদস্য সুদীপ মুখোপাধ্যায়, চন্দ্রিমা মুখোপাধ্যায় ও শ্রীকান্ত আগরওয়াল পূর্ব ভারত থেকে বলিউডে কাজ করার উপযোগী প্রতিভাদের জন্য রাস্তা খুলে দিচ্ছেন এইভাবে । এটাও জানিয়ে রাখা ভালো, যে তাদের আসন্ন প্রযোজিত বাংলা ফিচার ছবির জন্য তারা হাত মিলিয়েছে সুনীল শেট্টির FTCট্যালেন্ট'এর সঙ্গে ।
ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, "FTCট্যালেন্ট ডট কমে যান । এই চ্যালেঞ্জটা নিন । এই লকডাউনে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে দিন । শর্টফিল্ম তৈরি করে এই পেজে আপনারা পোস্ট করতে পারেন । এই সময়টাকে এইভাবে কাজে লাগাতে পারেন । আমার তরফ থেকে আল দ্য বেস্ট । বাড়িতে থাকুন, সুস্থ থাকুন ।"
শুনে নিন ঋতুপর্ণার বক্তব্য..
শুনে নিন ঋতুপর্ণার বক্তব্য..