কলকাতা, 9 জানুয়ারি: সুনীল গঙ্গোপাধ্যায় রচিত সত্যজিৎ রায় (satyajit ray film) পরিচালিত অনবদ্য সৃষ্টি 'অরণ্যের দিনরাত্রি' দ্বারা অনুপ্রাণিত হয়ে সুমন মৈত্রর আগামী ছবি 'আবার অরণ্যের দিনরাত্রি' (Abar aranyer din ratri)।
বছরের শুরুতেই পরিচালক সুমন মৈত্র (Suman Maitra) দিলেন সুখবর । ঘোষণা করলেন নিজের নতুন ছবির নাম, 'আবার অরণ্যের দিনরাত্রি'। গল্পের কেন্দ্রে রয়েছে চারজন বন্ধু । এই চার বন্ধুর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী পায়েল সরকার, অলিভিয়া সরকার, রুপসা মুখোপাধ্যায়, জাজ সরকার ।
আরও পড়ুন:Last Episode of Krishnakoli : অদিতির সঙ্গে গাইবে শ্যামা, 1202 পর্বে আজ শেষ কৃষ্ণকলি
পরিচালক সুমন মৈত্র নিজেই জানিয়েছেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখনী এবং সত্যজিৎ রায় পরিচালিত 'অরণ্যের দিনরাত্রি' থেকে অনুপ্রাণিত হয়েই সাজানো হয়েছে 'আবার অরণ্যের দিনরাত্রি'র গল্প । পরিচালক বলেন, "চারজন বন্ধু ট্রাভেল ব্লগ তৈরি করে । কোনও একদিন তারা দল বেঁধে ঘুরতে যায় এক অরণ্যময় প্রান্তে । আর সেখান থেকেই সূচনা হয় গল্পের মূল স্রোতের । এই ছবিতে দর্শক পুরোপুরি অন্যরকম চরিত্রে দেখতে পাবে পায়েল, অলিভিয়া, জাজ ও রুপসাকে । ছবির পুরো শুটিং হবে নর্থ বেঙ্গলে ।"
আরও পড়ুন:Supriya Devi Birthday : সুপ্রিয়া দেবীর জন্মদিনে দিদিমার স্মৃতি ভাগ করে নিলেন নাতি শন বন্দ্যোপাধ্যায়
ছবিটি মুক্তি পাবে সন্দীপন সরকারের প্রযোজনায় 'ইন্দো আমেরিকান প্রোডাকশন' ও 'চিরোক ফিল্মস'- এর ব্যানারে । এর আগে সুমন মৈত্র বানিয়েছেন কোয়েল মল্লিক অভিনীত 'দশমী'।