পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'খুশি'-র খোঁজে রাস্তায় সুদীপ্তার মেয়ে - searching for happiness

পরিচালক সুমন ঘোষের পরবর্তী 'সার্চিং ফর হ্যাপিনেস' ছবিতে ডেবিউ করছে সুদীপ্তার মেয়ে শাহিদা । সম্প্রতি শেষ হয়েছে শুটিং ।

fg
gf

By

Published : Dec 31, 2019, 10:44 AM IST

কলকাতা : অভিনয় তাঁদের রক্তে । পরিবারের প্রায় সব সদস্যই ছোটো ও বড় পরদার স্টার । পাশাপাশি মঞ্চের দাপুটে পারফরমার । সেখানে 4 বছরের শাহিদাই বা বাদ যাবে কেন ? তাই সুদীপ্তা-অভিষেকের ছোটো মেয়ে শাহিদাও বাড়ির সবার মতো এবার অভিনয় করতে চলেছে । খুদে শিল্পী হিসেবে সে ডেবিউ করছে পরিচালক সুমন ঘোষের পরবর্তী ছবি 'সার্চিং ফর হ্যাপিনেস'-এ । ছবিতে শাহিদার মায়ের চরিত্রে দেখা যাবে সুদীপ্তাকেই । সম্প্রতি শেষ হয়েছে শুটিং ।

সুদীপ্তা বলেন, "ছবিটা শাহিদাকে নিয়েই । খুশি খোঁজা নিয়ে গল্প । খুশি, অর্থাৎ 'হ্যাপিনেস' । তাই ছবির নামও 'সার্চিং ফর হ্যাপিনেস'। ছবিতে শাহিদা একটা বেলুনে স্মাইলি এঁকে, নাম দেয় 'হ্যাপিনেস'। তারপর সেটাকে উড়িয়ে দেয় । হঠাৎ বুঝতে পারে, যে 'হ্যাপিনেস' চলে গেছে । এরপর ও রাস্তায় বেরিয়ে সবাইকে জিজ্ঞেস করে, 'হ্যাপিনেস'কে কেউ দেখেছে কি না । এদিকে মানুষ তো একেকভাবে খুশিকে দেখে । কে কীভাবে খুশিকে দেখে তা এক্সপ্লোর করতে শুরু করে । আর শাহিদা রাস্তা দিয়ে অনেকটা হেঁটে যায় । হারিয়েও যায় । তারপর ওর মা থানা পুলিশ করে তাকে খুঁজে আনে ।"

কিন্তু, এই চরিত্রর জন্য সুমন ঘোষ কেন শাহিদাকেই কেন বেছে নিলেন ? এর উত্তরে সুদীপ্তা বলেন, "এই বিষয়টা সুমন আমাকে বছরখানেক আগে বলেছিল । আসলে এটা ওর বড় মেয়ে মায়া ঘটিয়েছিল । সুমন তখন আমাকে বলে, ওর খুব ইচ্ছে এটা নিয়ে সিনেমা বানাবে । এই অক্টোবরের শেষে বা নভেম্বরের মাঝামাঝি সুমন আমাকে অ্যামেরিকা থেকে ফোন করে । বলে, 'ভাবছি ছবিটা এবার বানাব । আর আমি ভাবছি শাহিদাই এটা করুক ।' আমি তখন সুমনকে বলি, 'শাহিদা খুব ছোটো, ও করতে পারবে ?' সে সময় সুমনই আমাকে ভরসা দেয় ।"

তবে এসবের মধ্যে ছোট্ট শাহিদা কী বলছে ? সে কি চায় শুটিং করতে ? সুদীপ্তা বলেন, "ও তো খালি বলছে শুটিং করব । আমাদের শুটিংটা গতকাল শেষও হয়ে গেল । গেরিলার মতো শুটিং হয়েছে । আর তো কোনও অ্যাক্টর নেই তেমন । আমি ওর মায়ের চরিত্রে । একজন রিয়েল লাইফ ওয়েস্ট কালেক্টর আছেন । তিনি এমনিতেই জমাদার । তাঁর জীবনের খানিকটা অংশ আছে ছবিতে । এছাড়া একজন জোকার ও এক হেয়ার ড্রেসার রয়েছেন । তাঁদের জীবনের খুশিগুলিকেও ছবিতে ধরার চেষ্টা করা হয়েছে । এটা সম্পূর্ণ অন্য ধরনের একটা ছবি । প্রথমে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ছবিগুলি ।"

ABOUT THE AUTHOR

...view details