পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Sudhaa Chandran: কৃত্রিম পায়ের জন্য বিমানবন্দরে বাধা পেয়ে মোদি-শরণে সুধা চন্দ্রন - কৃত্রিম পা

কৃত্রিম পায়ের কারণে বিমানবন্দরে তাঁকে বাধা দেওয়া হয়েছিল ৷ এ ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (PM Modi) ভিডিয়ো বার্তা দিয়েছিলেন সুধা চন্দ্রন (Sudhaa Chandran) ৷ এ বার তাঁর কাছে ক্ষমা চাইল সিআইএসএফ (CISF) ৷

sudhaa-chandran-appeals-to-pm-narendra modi-on-being-grilled-at-airport-for-artificial-limb, cisf apologized
কৃত্রিম পায়ের জন্য বিমানবন্দরে বাধা পেয়ে মোদি শরণে সুধা চন্দ্রন

By

Published : Oct 22, 2021, 9:46 PM IST

মুম্বই, 22 অক্টোবর: তাঁর কৃত্রিম পায়ের জন্য বিমানবন্দরে হেনস্থার মুখে পড়তে হয়েছিল জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী সুধা চন্দ্রনকে (Sudhaa Chandran)৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (PM Modi) কাছেও দরবার করেছিলেন তিনি ৷ অবশেষে তাঁর কাছে ক্ষমা চাইল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)৷

কী হয়েছিল?

ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছিলেন সুধা চন্দ্রন ৷ সেখানে তিনি বলেন, "এটা খুবই ব্যক্তিগত একটা বার্তা ৷ আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে বলতে চাই যে, কেন্দ্রের কাছে আমি একটা আবেদন রাখছি ৷ আমি সুধা চন্দ্রণ ৷ পেশায় একজন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ৷ কৃত্রিম পায়ের সাহায্যে নেচে আমি ইতিহাস সৃষ্টি করেছি এবং আমার দেশকে গর্বিত করেছি ৷ প্রতিবার যখন আমি পেশাগত কারণে সফরে যাই, তখন আমায় বিমানবন্দরে আটকানো হয় ৷ আমি যখন নিরাপত্তা কর্মী ও সিআইএসএফ-এর কাছে অনুরোধ করি যে, দয়া করে এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টরের সাহায্যে আমার কৃত্রিম পায়ের চেকিং করুন ৷ কিন্তু প্রতিবারই তাঁরা চান, আমি যাতে আমার কৃত্রিম পা খুলে তাঁদের দেখাই ৷ এটা কি সত্যিই সম্ভব মোদিজি ? আমাদের সমাজে একজন মহিলা কি অপর মহিলাকে এই ভাবে শ্রদ্ধা জানান ? মোদিজি, আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে, দয়া করে প্রবীণ নাগরিকদের একটি কার্ড দিন, যাতে লেখা থাকবে যে তাঁরা প্রবীণ নাগরিক ৷"

আরও পড়ুন:Ananya Panday: মাদক মামলায় আরিয়ানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ এনসিবি'র

কৃত্রিম পায়ের জন্য বিমানবন্দরে বাধা পেয়ে মোদি শরণে সুধা চন্দ্রন

সুধা চন্দ্রনের এই পোস্টের পরই তাঁর পাশে দাঁড়ান নেট নাগরিকরা ৷ তুমুল চর্চা হয় সোশ্যাল মিডিয়ায় ৷ বিষয়টি নজরে আসে সিআইএসএফ-এরও ৷ তারা টুইট করে নৃত্যশিল্পীর কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন ৷ লিখেছেন, "সুধা চন্দ্রনকে এমন সমস্যায় পড়তে হয়েছে জেনে আমরা খুবই দুঃখিত ৷ প্রোটোকল অনুযায়ী, ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া সিকিউরিটি চেকিং-এর জন্য কৃত্রিম প্রত্যঙ্গ খুলে দেখাই নিয়ম ৷ সংশ্লিষ্ট মহিলা কর্মী কেন সুধা চন্দ্রণকে তাঁর কৃত্রিম পা খুলে দেখাতে বললেন, তা আমরা পরীক্ষা করে দেখছি ৷ যাত্রীদের যাতে সফরের সময় কোনও সমস্যায় না-পড়তে হয়, তা আমরা নিশ্চিত করব ৷"

আরও পড়ুন:Aamir Khan Ad: হিন্দু আবেগে আঘাত ! আমিরের বিজ্ঞাপনে আপত্তি বিজেপি সাংসদের

দুর্ঘটনায় পা বাদ চলে গিয়েছিল সুধা চন্দ্রনের ৷ তবে সেই বাধা তাঁর নৃত্যশিল্পী হওয়ার স্বপ্নে বাধা হতে পারেনি ৷ অদম্য মনের জোরে তিনি কৃত্রিম পা নিয়ে নৃত্য পরিবেশন করে দেশজুড়ে খ্যাতি অর্জন করেছেন ৷ অভিনয়ের জগতেও তিনি সফল ৷ তাঁর জীবনের উপর তৈরি তেলুগু ফিল্ম ময়ুরীতে (Mayuri) অভিনয় করে জাতীয় পুরস্কার জেতেন তিনি ৷ এ ছাড়াও কহি কিসি রোজ (Kaahin Kissii Roz) ও নাগিনের (Naagin) সব সিজনে তিনি অংশ নিয়েছেন ৷

আরও পড়ুন:Alec Baldwin : সিনেমার শ্যুটিংয়ে বড়সড় বিপত্তি, অভিনেতার প্রপ গানের গুলিতে মৃত্যু মহিলার ; জখম পরিচালক

ABOUT THE AUTHOR

...view details