মুম্বই, 22 অক্টোবর: তাঁর কৃত্রিম পায়ের জন্য বিমানবন্দরে হেনস্থার মুখে পড়তে হয়েছিল জনপ্রিয় নৃত্যশিল্পী তথা অভিনেত্রী সুধা চন্দ্রনকে (Sudhaa Chandran)৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়ে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির (PM Modi) কাছেও দরবার করেছিলেন তিনি ৷ অবশেষে তাঁর কাছে ক্ষমা চাইল সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (CISF)৷
কী হয়েছিল?
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো বার্তা পোস্ট করেছিলেন সুধা চন্দ্রন ৷ সেখানে তিনি বলেন, "এটা খুবই ব্যক্তিগত একটা বার্তা ৷ আমি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে বলতে চাই যে, কেন্দ্রের কাছে আমি একটা আবেদন রাখছি ৷ আমি সুধা চন্দ্রণ ৷ পেশায় একজন অভিনেত্রী ও নৃত্যশিল্পী ৷ কৃত্রিম পায়ের সাহায্যে নেচে আমি ইতিহাস সৃষ্টি করেছি এবং আমার দেশকে গর্বিত করেছি ৷ প্রতিবার যখন আমি পেশাগত কারণে সফরে যাই, তখন আমায় বিমানবন্দরে আটকানো হয় ৷ আমি যখন নিরাপত্তা কর্মী ও সিআইএসএফ-এর কাছে অনুরোধ করি যে, দয়া করে এক্সপ্লোসিভ ট্রেস ডিটেক্টরের সাহায্যে আমার কৃত্রিম পায়ের চেকিং করুন ৷ কিন্তু প্রতিবারই তাঁরা চান, আমি যাতে আমার কৃত্রিম পা খুলে তাঁদের দেখাই ৷ এটা কি সত্যিই সম্ভব মোদিজি ? আমাদের সমাজে একজন মহিলা কি অপর মহিলাকে এই ভাবে শ্রদ্ধা জানান ? মোদিজি, আপনার কাছে আমার বিনীত অনুরোধ যে, দয়া করে প্রবীণ নাগরিকদের একটি কার্ড দিন, যাতে লেখা থাকবে যে তাঁরা প্রবীণ নাগরিক ৷"
আরও পড়ুন:Ananya Panday: মাদক মামলায় আরিয়ানের সঙ্গে তাঁর হোয়াটসঅ্যাপ চ্যাট নিয়ে অনন্যাকে জিজ্ঞাসাবাদ এনসিবি'র