কলকাতা : পরিচালক সুদেষ্ণা রায় এবং অভিজিৎ গুহ সম্প্রতি শুটিং করছেন তাদের পরের ছবি 'সুদক্ষিণার শাড়ি'র । সেটি একটি চ্যানেলের অরিজিনাল । এই মুহূর্তে তাঁরা শুটিং করেছেন বোলপুরে । ছবি নিয়ে খোঁজ নিল ETV ভারত সিতারা । সুদেষ্ণা রায় কথা বললেন আমাদের সঙ্গে ।
'সুদক্ষিণার শাড়ি' নিয়ে কী করছেন সুদেষ্ণা ? - অভিজিৎ গুহ
এটা একজন মহিলার উত্তরণের গল্প । যেখানে তার প্রিয় জিনিস শাড়ি । এখানে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, বাদশা মৈত্র, অলোকনন্দা রায় ও আমি । এছাড়া ছবিতে অভিনয় করেছে নতুনরা, যেমন পৃথা সেনগুপ্ত, অভিজিৎ।
পরিচালক সুদেষ্ণা রায় বলেন, "ছবির নাম 'সুদক্ষিণার শাড়ি'। প্রচেত গুপ্তর গল্প সুদক্ষিণা সিদ্ধান্ত নিল সেখান থেকে অবলম্বন করে ছবি তৈরি করছি । এটা একজন মহিলার উত্তরণের গল্প । যেখানে তার প্রিয় জিনিস শাড়ি । এখানে অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, বাদশা মৈত্র, অলোকনন্দা রায় ও আমি । এছাড়া ছবিতে অভিনয় করেছে নতুনরা, যেমন পৃথা সেনগুপ্ত, অভিজিৎ।"
এরকম সময় এই ধরনের একটি গল্প কেনও বেছে নিলেন জিজ্ঞাসা করা হলে সুদেষ্ণা বললেন, "গৃহবধূরাও যে সাধারণ হয়ে অসাধারণ, সেটাই এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে । আমাদের সবাইকে যে ডক্টর ইঞ্জিনিয়ার হতে হবে, বা বিজ্ঞানী হতে হবে, তা নয় । যারা প্রতিদিনের কাজ করছেন তাঁরাও যদি একটু অন্যভাবে চিন্তা করেন, তাহলে অসাধারণ হয়ে উঠতে পারে । তাহলেই আমাদের সমাজ এগোবে ।"