পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

কেক কেটে 25 দিনের সাফল্য উদযাপন 'গোত্র'-র

25 দিন পার করায় 'গোত্র'-র সাফল্য উদযাপন করল টিম । প্রিয়া সিনেমা হলে গতকাল হয় সেই অনুষ্ঠান । কেক কেটে দর্শকদের সেই কেক খাওয়ানোরও ব্যবস্থা করেন পরিচালক ।

গোত্র

By

Published : Sep 17, 2019, 12:04 PM IST

Updated : Sep 17, 2019, 1:40 PM IST

কলকাতা : 25 দিন পার করল 'গোত্র' । নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ও উইন্ডোজ় প্রযোজিত ছবিটি খুবই পছন্দ হয়েছে দর্শকদের । পশ্চিমবঙ্গের বাইরেও দেশের বিভিন্ন শহরে হাউসফুল 'গোত্র' ।

'গোত্র'-র 25 দিনের সাফল্য দক্ষিণ কলকাতার প্রিয়া সিনেমা হলে উদযাপন করল টিম । শিবপ্রসাদ বলেন, "আমার ও নন্দিতাদির প্রথম ছবি ইচ্ছের সময় প্রিয়া সিনেমাহল পাশে ছিল । সেই জন্য এই প্রেক্ষাগৃহ আমার কাছে ভীষণ স্পেশাল । সামনেই দুর্গা পুজো । তবে সবসময় মনে রাখবেন পুজো দেখতে গোত্র লাগে না ।"

সাকসেস পার্টিতে কেক কাটে 'গোত্র'-র টিম । ছবি দেখতে আসা দর্শকদের সঙ্গে কথাও বলেন তাঁরা । দর্শকদেরও দেওয়া হয় কেক ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

এই পার্টিতে উপস্থিত ছিলেন ছবির প্রধান অভিনেত্রী অনসূয়া মজুমদার, নাইজেল আকারা, অম্বরীশ ভট্টাচার্য, সাহেব চট্টোপাধ্যায়, দেবলীনা কুমার, কনীনিকা ব্যানার্জি ও জয়া আহসান সহ আরও অনেকে ।

Last Updated : Sep 17, 2019, 1:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details