মুম্বই : মধ্য কলকাতার একটি মেটারনিটি হাসপাতালে আজ দুপুর 02:05-এ ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী । খুশির হাওয়া চক্রবর্তী ও গাঙ্গুলি পরিবারে । তারই মধ্যে সামনে এল নবজাতকের ছবি । তার নামটিও ভারি অভিনব, য়ুভান ।
ছবিটি শেয়ার করেছেন শুভশ্রী । য়ুভানের সঙ্গে আজ তো তাঁরও জন্ম হল, একজন মা হিসেবে । সাদা কাপড়ে মোড়া ছোট্টো ছেলের পাশে হাসিমুখে শুয়ে অভিনেত্রী ।