পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

তখন vs এখন, শরীরের পরিবর্তন দেখে নিজেই অবাক শুভশ্রী - শুভশ্রী গাঙ্গুলির খবর

প্রেগনেন্সির পর মেয়েদের এক বিশাল শারীরিক পরিবর্তন হয় । এত মাস ধরে এক প্রাণকে শরীরের মধ্যে বড় করা কি মুখের কথা ? শুভশ্রী গাঙ্গুলির ক্ষেত্রেও তেমনটাই হয়েছে । তিনিও একই রকম জার্নির মধ্যে দিয়ে গেছেন । তাই নিজের শারীরিক পরিবর্তন দেখে অবাক অভিনেত্রী ।

Susbhashree Ganguly post pregnancy
Susbhashree Ganguly post pregnancy

By

Published : Oct 5, 2020, 8:42 PM IST

মুম্বই : সদ্য এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন শুভশ্রী গাঙ্গুলি । ছোট্ট ইউভানকে নিয়ে আহ্লাদের শেষ নেই পরিবারের । তাঁদের জীবনে এক বিশাল পরিবর্তন এসেছে । পরিবর্তিত হয়েছে শুভশ্রীর শরীরও । তবে তাতে একটুও মন খারাপ নয় অভিনেত্রীর ।

একটি কোলাজ পোস্ট করেছেন শুভশ্রী । একটিতে স্লিম অ্যান্ড ট্রিম তিনি । আর অন্যটিতে তাঁর ফোলা পেট দৃশ্যমান । ফিটনেস ফ্রিক অভিনেত্রীর এই ছবি এখন ভাইরাল সোশাল মিডিয়ায় ।

শুভশ্রী যে শুধু একটা ছবি পোস্ট করেছেন তা নয় । তিনি একটি মিথকেও ভাঙতে চেয়েছেন । অভিনেত্রী মানেই তাঁর পেটানো চেহারা হবে, তাঁর নিখুঁত স্কিন হবে, গ্ল্যামার আর মেকআপের বাইরে দেখাই যাবে না তাঁকে, এই সব ধারণাগুলোকে এক লহমায় হটিয়ে দিয়েছেন শুভশ্রী । অভিনেত্রীরাও যে একজন মানুষ, অভিনয় করা ছাড়াও যে তাঁর অনেক ভূমিকা থাকে, ছবিতে প্রকট সেটাও ।

ক্যাপশনে শুভশ্রী লিখেছেন, "ওই অবস্থা থেকে এই অবস্থা । দেখা যাক এরপর আবার কী হয়.." দেখে নিন পোস্টটি

ABOUT THE AUTHOR

...view details