কলকাতা : মা হওয়ার পর জীবনটাই বদলে গেছে শুভশ্রীর । এতদিন অভিনেত্রী বা সেলেব্রিটি হিসেবে বেশিরভাগ ছবি পোস্ট করতেন তিনি । নিজেই সেই ছবির ফোকাল পয়েন্টে থাকতেন, সাজগোজ করতেন সেই মতো । তবে মা হওয়ার পর তাঁর জীবনজুড়ে এখন শুধু ইউভান, আর সোশাল মিডিয়া জুড়েও ।
আজ ইউভানকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন শুভশ্রী । একেবারে রাওডি রাঠোরের মতো কলার তোলা শার্ট আর জিন্স পরে পটপটে চোখে সে তাকিয়ে ক্যামেরার দিকে । নেটিজেনরা ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ছোট্ট ইউভানকে ।