কলকাতা : চলতি বছরের শুরুতেই পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন ছবি 'বিসমিল্লাহ'-র শুটিং করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি । পুরুলিয়া, মাসাঞ্জোর, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে শুটিং করা হয়েছিল । এই ছবিতে ঋদ্ধি সেনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি । আর এই ছবির মাধ্যমেই প্রথমবার ঋষির সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী । যদিও এই ছবি কবে মুক্তি পাবে তা অবশ্য জানা যায়নি । তবে ছবিতে ফতিমার লুক ঠিক কেমন হবে তার একটা ঝলক শেয়ার করলেন শুভশ্রী ।
অসমবয়সী প্রেমের গল্প উঠে আসবে এই ছবিতে । ছবিতে ফতিমার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রীকে । তবে শুটিং আগে শেষ হয়ে গেলেও এতদিন প্রকাশ্যে আসেনি ছবিতে তাঁর লুক । অবশেষে ইনস্টাগ্রাম চ্যালেঞ্জে এই ছবিতে নিজের লুক প্রকাশ্যে আনলেন তিনি ।