পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

ফতিমা হয়ে প্রকাশ্যে এলেন শুভশ্রী - subhashree upcoming film bismillah

প্রকাশ্যে এল 'বিসমিল্লাহ'-তে শুভশ্রীর লুক । এই ছবিতে ফতিমা নামে এক মহিলার চরিত্রে দেখা যাবে তাঁকে ।

sdf
sdf

By

Published : Dec 25, 2020, 2:34 PM IST

কলকাতা : চলতি বছরের শুরুতেই পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তর নতুন ছবি 'বিসমিল্লাহ'-র শুটিং করেছিলেন শুভশ্রী গাঙ্গুলি । পুরুলিয়া, মাসাঞ্জোর, ঝাড়খণ্ডের বিভিন্ন জায়গাতে শুটিং করা হয়েছিল । এই ছবিতে ঋদ্ধি সেনের সঙ্গে জুটি বেঁধেছেন তিনি । আর এই ছবির মাধ্যমেই প্রথমবার ঋষির সঙ্গে কাজ করেছেন অভিনেত্রী । যদিও এই ছবি কবে মুক্তি পাবে তা অবশ্য জানা যায়নি । তবে ছবিতে ফতিমার লুক ঠিক কেমন হবে তার একটা ঝলক শেয়ার করলেন শুভশ্রী ।

অসমবয়সী প্রেমের গল্প উঠে আসবে এই ছবিতে । ছবিতে ফতিমার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে শুভশ্রীকে । তবে শুটিং আগে শেষ হয়ে গেলেও এতদিন প্রকাশ্যে আসেনি ছবিতে তাঁর লুক । অবশেষে ইনস্টাগ্রাম চ্যালেঞ্জে এই ছবিতে নিজের লুক প্রকাশ্যে আনলেন তিনি ।

ফতিমা হয়ে প্রকাশ্যে এলেন শুভশ্রী

ছবিতে এক বনেদি বাড়ির জানালার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে শুভশ্রীকে । তাঁর পরনে কমলা রঙের শাড়ি । ক্যাপশনে লেখেন, "এ হল বিসমিল্লাহ-র ফাতিমা"।

ঋদ্ধি ও শুভশ্রী ছাড়াও এই ছবিতে দেখা যাবে কৌশিক গাঙ্গুলি, অপরাজিতা আঢ্য, বিদীপ্তা চক্রবর্তী, লামা হালদার, অম্বরীশ ভট্টাচার্য, দামিনী বসু, দেবপ্রতিম দাশগুপ্ত, ঋতব্রত মুখোপাধ্যায়, সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়ের মতো তারকাকে ।

এছাড়াও শুভশ্রীর হাতে রয়েছে 'ধর্মযুদ্ধ' ও 'হাবজি গাবজি'-র মতো ছবি । কিন্তু, কোরোনা পরিস্থিতির মধ্যে এই ছবিগুলির মুক্তিও পিছিয়ে গিয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details