কলকাতা : মানুষকে অনেক উচ্চতর জাতি মনে করা হয়। মানুষ কি সত্যিই সেই তকমার যোগ্য়? প্রশ্ন তুলেছেন শুভশ্রী।
কোথা থেকে আসছে এত হিংসা , এত রাগ : শুভশ্রী - শুভশ্রী গাঙ্গুলি
NRS কাণ্ডের পর চুপ করে বসে নেই টলিউড। কেউ সোশাল মিডিয়ায় তো কেউ সশরীরে ডাক্তারদের পাশে দাঁড়াচ্ছেন। সেই তালিকায় যুক্ত হল শুভশ্রী গাঙ্গুলির নাম।
শুভশ্রী গাঙ্গুলি
নিজের সোশাল মিডিয়া অ্যাকাউন্টে আক্রান্ত জুনিয়র ডাক্তার পরিবহ মুখার্জি আর চিকিৎসার অভাবে মৃত সদ্যোজাত শিশুর ছবি দিয়ে শুভশ্রী লিখেছেন, "কোথা থেকে আসছে এত হিংসা , এত রাগ?"
ডাক্তারদের পূর্ণ সমর্থন করলেও রাজ্যের এই বেহাল অবস্থাটাকে উপেক্ষা করতে পারছেন না শুভশ্রী। দেখে নিন তাঁর পোস্ট...
গতকাল রাজ চক্রবর্তীও এই ঘটনার তীব্র নিন্দা করেছেন...
Last Updated : Jun 17, 2019, 11:31 AM IST