পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'হাবজি গাবজি'-র ট্রেলারে শৈশবের ভয়ঙ্কর রূপ - পরমব্রত চট্টোপাধ্যায়ের খবর

মুক্তি পেল রাজ চক্রবর্তী পরিচালিত ছবি 'হাবজি গাবজি'-র ট্রেলার । শৈশবের এক ভয়ঙ্কর রূপ ধরা পড়ল সেখানে । নিষ্পাপ শৈশবের মৃত্যু ঘটেছে টেকনোলজির ঘড়ঘড় শব্দে । শুভশ্রী আর পরমব্রতর সুখী দাম্পত্যে বাধা হয়ে দাঁড়িয়েছে সন্তানের অদ্ভুত নেশা ।

Subhashree ganguly and Parambrata chattopadhyay in Habji Gabji
Subhashree ganguly and Parambrata chattopadhyay in Habji Gabji

By

Published : Nov 14, 2020, 4:01 PM IST

কলকাতা : বাবা-মা সারাদিন বাড়িতে থাকে না । একা একা সময় কাটায় তাদের ছোট্ট সন্তান । বেশিরভাগ সময় সে কান্নাকাটি করে, মায়ের কাছে যেতে চায় । এর থেকে মুক্তির কী উপায় ? উপায় একটাই । হাতে একটা মোবাইল দিয়ে দাও । ভার্চুয়াল গেমের দুনিয়ায় হারিয়ে যাবে বাচ্চা, বাবা-মায়ের অভাববোধ করবে না সে ।

এই ছবিটা এখন শহরের প্রায় প্রতিটা বাড়িতেই দেখা যায় । আর অত্যন্ত প্রাসঙ্গিক এই বিষয়টিকে নিয়েই ছবি তৈরি করলেন রাজ চক্রবর্তী, সদ্য যিনি নিজে বাবা হয়েছেন ।

.

শুভশ্রী আর পরমব্রত চট্টোপাধ্য়ায়ের সাবলীল অভিনয় ফুটিয়ে তুলেছে এক উচ্চাকাঙ্খী বাবা-মাকে । ক্যারিয়ারে উন্নতির তাগিদে যারা নিজেদের অজান্তেই সন্তানের ভবিষ্যৎ নষ্ট করে ফেলছেন একটু একটু করে । হাতে দামি মোবাইল ফোন তুলে দিয়ে প্রতি মুহূর্তে তারা বাচ্চাকে ভার্চুয়াল দুনিয়ায় ঠেলে দিচ্ছে । আর ছেলের কাছে বাস্তব জীবনের মূল্য একটু একটু করে কমছে । সে মানসিক ভারসাম্য হারাচ্ছে ।

.

শেষে এমন অবস্থা হয় যে, গেম খেলার মোবাইল না পেয়ে বাবাকেই আক্রমণ করে ছেলে । নিজের দোষেই মাটিতে লুটিয়ে পড়ে বাবা । বাবার চরিত্রে পরমব্রত অভিনয় করলেও, এই গল্পের সঙ্গে অনেক বাবা-ই নিজেদের রিলেট করতে পারবেন । অন্যদিকে শুভশ্রীর যন্ত্রণাকেও অনুভব করতে পারবেন অনেক মা ।

বেশ কয়েকবছর ধরেই রাজ চক্রবর্তী নিজের ছবির কনটেন্টকে বদলেছেন । অনেক বাস্তবসম্মত হয়ে উঠেছে তাঁর স্ক্রিপ্ট । 'হাবজি গাবজি' তেমনই এক ছবি হতে চলেছে । ছবি মুক্তির আগে দেখে নিন ট্রেলার...

ABOUT THE AUTHOR

...view details