পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Uttaran Trailer Releases : সামনে এল নতুন ওয়েব সিরিজ 'উত্তরণ'-এর ট্রেলার, স্ট্রিমিং সাধারণতন্ত্র দিবসে - Uttaran Trailer Releases

২৬ জানুয়ারি থেকে স্ট্রিমিং শুরু হতে চলেছে জয়দীপ মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ 'উত্তরণ'-এর (New Web series Uttaran will Start Streaming on HoiChoi)। এবার সামনে এল সিরিজের ট্রেলার।

The trailer for 'Uttaran' appeared on Streaming Republic Day
হাজির হল 'উত্তরণ'-এর ট্রেলার, স্ট্রিমিং প্রজাতন্ত্র দিবসে

By

Published : Jan 18, 2022, 1:10 PM IST

কলকাতা, 18 জানুয়ারি : সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কাহিনি 'বটতলা' অবলম্বনে মধুমিতা সরকার , স্বস্তিকা দত্ত, রাজদীপ গুপ্তকে নিয়ে আসতে চলেছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের আগামী ওয়েব সিরিজ 'উত্তরণ' । সম্প্রতি সামনে এল এই সিরিজের ট্রেলার। 'হইচই'-এর তরফে জানানো হয়েছে সিরিজটির স্ট্রিমিং শুরু হবে আগামী 26 জানুয়ারি থেকে (New Web series Uttaran will Start Streaming on HoiChoi)।

এই সিরিজে গল্প এগোবে পর্ণা নামের এক গৃহবধূ তথা শিক্ষিকাকে কেন্দ্রে রেখে । কিভাবে মাত্র একটি ভিডিয়ো ক্লিপ পর্ণার জীবনটাকে সম্পূর্ণ ওলটপালট করে দেয় সেটাই দেখার । অসময়ে স্বামী, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি কাউকে পাশে পায় না পর্ণা । বাকিটা বলে দিলে উৎসাহ ভাটা পড়বে তাই তা জানাতে নারাজ পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় ।

সুকান্ত গঙ্গোপাধ্যায়ের কাহিনি 'বটতলা' অবলম্বনে শুরু হতে চলেছে জয়দীপ মুখোপাধ্যায়ের ওয়েব সিরিজ 'উত্তরণ'

নিজেরে চরিত্র নিয়ে কথা বলতে পর্ণা অর্থাৎ মধুমিতা সরকার বলেন, “ 'উত্তরণ' তৈরির গোটা জার্নিটা খুব ভাল ছিল । একজন মহিলার সাজানো গোছানো জীবন কিভাবে একটি ভিডিয়ো ক্লিপ ওলটপালট করে দিতে পারে সেটাই দেখানো হবে এই সিরিজে । আছে আরও অনেক টানাপোড়েন । জয়দীপ মুখোপাধ্যায় এবং তাঁর গোটা টিমের কাছে আমি কৃতজ্ঞ এত ভাল একটা কাজে আমাকে তাঁদের সঙ্গে নেওয়ার জন্য ।"

সামনে এল নতুন ওয়েব সিরিজ উত্তরণের ট্রেলার

আরও পড়ুন : আসছে নতুন ওয়েব সিরিজ সার্চ, পৌষ পার্বণে এল ট্রেলার

অন্যদিকে অভি অর্থাৎ রাজদীপ গুপ্ত জানান, "'উত্তরণ'-এর গল্পটা আমি যখন প্রথমবার শুনি তখন চমকে উঠেছিলাম । এই সিরিজটি সমাজের প্রচলিত ভণ্ডামি এবং প্রতারণার দিকে সোজাসুজি আঙুল তোলে । ট্রেলার এসে গেছে ইতিমধ্যেই । আশা করি সকলের ভাল লেগেছে । 26 জানুয়ারি গোটা বিষয়টা জানতে মিস করবেন না 'উত্তরণ'।" এই সিরিজে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন স্বস্তিকা দত্ত, অরিন্দম গঙ্গোপ্যাধ্যায় , মিঠু চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, গুলশনারা খাতুন, শাওন চক্রবর্তী, বিমল চক্রবর্তী প্রমুখ।

আসতে চলেছে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের আগামী ওয়েব সিরিজ 'উত্তরণ'

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details