কলকাতা : কখনও ভার্চুয়ালি টি পার্ট করছেন । আর কখনও ছেলে ও পোষ্যর সঙ্গে মেতে উঠছেন খেলায় । কোয়ারেন্টাইনের দিনগুলি এভাবেই কেটে যাচ্ছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের । আর সোশাল মিডিয়ায় একের পর এক সেই সব মুহূর্তের ছবি পোস্ট করছেন তিনি ।
কোয়ারেন্টাইন, COVID-19 আর কোরোনা । প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর এই তিনটি শব্দই এখন সবথেকে বেশি শোনা যাচ্ছে । গোটা বিশ্বে এখন খবর একটাই । কোরোনায় আক্রান্ত হয়ে কজনের মৃত্যু হল আর নতুন করে কতজন আক্রান্ত হলেন । বাড়িতে বসে এই খবর শুনতে শুনতে দম বন্ধ হয়ে আসছে অনেকেরই । তার মাঝে ভালো থাকার চেষ্টা করছেন আম জনতা থেকে শুরু করে তারকা সবাই । নিজের পছন্দের কাজের মধ্যে দিয়েই মন ভালো রাখার গোপন রহস্যটা খুঁজে বের করে চলেছেন অনেকেই । আর তার জন্য কেউ করছেন রান্না, কেউ পড়ছেন বই, তো কেউ ঘরের কাজ করেই কাটিয়ে দিচ্ছেন সময় । যদিও এই সময়টা ছেলে ও পোষ্যকে নিয়েই সময় কেটে যাচ্ছে প্রিয়াঙ্কার ।