কলকাতা : রবিবার সন্ধেয় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদ করছিলেন পড়ুয়ারা । হঠাৎ তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী । মুখে কাপড় বাঁধা অবস্থায় লাঠি, রড ও হাতুড়ি নিয়ে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকদের উপর হামলা চালায় তারা । এই ঘটনার সঙ্গে ABVP জড়িত বলে অভিযোগ পড়ুয়াদের একাংশের । হামলা জেরে প্রায় 20 জন পড়ুয়া ও অধ্যাপক গুরুতর জখম হন । তাঁদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন । সোশাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা করেছেন টলিউডের একাধিক তারকা ।
টুইট করে অপর্ণা সেন লেখন, "এই মুখোশধারী গুন্ডারা কারা ? এরা ABVP না RSS-এর সদস্য ? অভিযোগ উঠেছে তাদের দিকেই । কীভাবে একটা বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হল ? দিল্লি পুলিশ কী করছিল ? এটা কী গুন্ডারাজ চলছে ?"
টুইট করে এই ঘটনাকে সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করেছেন স্বস্তিকা মুখার্জি । লেখেন, "এটাকে সমস্যা, দুর্ঘটনা বা পড়ুয়াদের সঙ্গে দুষ্কৃতীদের মারামারি বলা ঠিক নয় । এটা জঙ্গি হামলা । এটা সন্ত্রাসবাদ ।"
আবীর চ্যাটার্জি টুইট করে লেখেন, "এ দেশের বুকে আঠারো আসুক নেমে ।"