পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"এটা কী গুন্ডারাজ চলছে ?", JNU-এর ঘটনায় সরব টলিউড

জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে দুষ্কৃতী হামলার প্রতিবাদে সরব টলিউডের একাংশ । টুইট করে এই ঘটনার নিন্দা করেন তাঁরা ।

gf
fg

By

Published : Jan 6, 2020, 12:16 PM IST

কলকাতা : রবিবার সন্ধেয় দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের হস্টেল ফি বৃদ্ধির প্রতিবাদ করছিলেন পড়ুয়ারা । হঠাৎ তাঁদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী । মুখে কাপড় বাঁধা অবস্থায় লাঠি, রড ও হাতুড়ি নিয়ে পড়ুয়াদের পাশাপাশি শিক্ষকদের উপর হামলা চালায় তারা । এই ঘটনার সঙ্গে ABVP জড়িত বলে অভিযোগ পড়ুয়াদের একাংশের । হামলা জেরে প্রায় 20 জন পড়ুয়া ও অধ্যাপক গুরুতর জখম হন । তাঁদের অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন । সোশাল মিডিয়ায় এই ঘটনার নিন্দা করেছেন টলিউডের একাধিক তারকা ।

টুইট করে অপর্ণা সেন লেখন, "এই মুখোশধারী গুন্ডারা কারা ? এরা ABVP না RSS-এর সদস্য ? অভিযোগ উঠেছে তাদের দিকেই । কীভাবে একটা বিশ্ববিদ্যালয়ে হামলা চালানো হল ? দিল্লি পুলিশ কী করছিল ? এটা কী গুন্ডারাজ চলছে ?"

টুইট করে এই ঘটনাকে সন্ত্রাসবাদের সঙ্গে তুলনা করেছেন স্বস্তিকা মুখার্জি । লেখেন, "এটাকে সমস্যা, দুর্ঘটনা বা পড়ুয়াদের সঙ্গে দুষ্কৃতীদের মারামারি বলা ঠিক নয় । এটা জঙ্গি হামলা । এটা সন্ত্রাসবাদ ।"

আবীর চ্যাটার্জি টুইট করে লেখেন, "এ দেশের বুকে আঠারো আসুক নেমে ।"

এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অনুপম রায় । টুইট করে তিনি লেখেন, "JNU-তে শিক্ষক ও পড়ুয়াদের উপর যে ভয়ঙ্করভাবে হামলা চালানো হয়েছে তার জন্য আমি দুঃখিত ।"

"শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে হিংসার ঘটনা ঘটছে তার জন্য আমি খুবই দুঃখিত ।" টুইট করে লেখেন তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী ।

টুইট করেন পরিচালক প্রতিম ডি গুপ্তও । লেখেন, "দয়া করে নিজেদের রাজনীতিতে ছাত্রদের গুটি হিসেবে দেখা বন্ধ করুন ।"

টুইট করে ঘটনার প্রতিবাদ জানিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জিও ।

ABOUT THE AUTHOR

...view details