মুম্বই, 26 অগস্ট: শেষ হল আরআরআর (RRR)-এর শ্যুটিং ৷ বাহুবলী খ্যাত এসএস রাজামৌলীর (SS Rajamouli) রাইস রোর রিভোল্টের (Rise Roar Revolt) অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকেই এই খবর শেয়ার করা হয়েছে ৷ ফিল্মের পোস্ট-প্রোডাকশনের কাজও জোর গতিতে চলছে বলে জানিয়েছেন নির্মাতারা ৷
তেলুগু এই ছবিতে বিংশ শতাব্দীর দু'জন স্বাধীনতা সংগ্রামীর কাল্পনিক গল্প তুলে ধরা হয়েছে ৷ আল্লুরি সীতারামা রাজুর চরিত্রে দেখা যাবে রাম চরণ (Ram Charan) ও কুমারম ভীমের চরিত্রে রয়েছেন এনটি রামা রাও জুনিয়র (NT Rama Rao Jr.) ৷ বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় আরআরআর-এর অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে লেখা হয়, "এ বার শেষ হল ! কয়েকটি ছোটখাট শট ছাড়া আরআরআর মুভির শ্যুটিং শেষ হয়েছে ৷" 2018 সালের নভেম্বর মাসে যে বাইক শট দিয়ে শ্যুটিং শুরু হয়েছিল, সেই শট দিয়েই শ্যুটিং শেষ হয়েছে বলেও জানান নির্মাতারা ৷
আরও পড়ুন:Celebs Congratulate Nusrat: ভালবাসা পাঠালেন তনুশ্রী-প্রিয়াঙ্কা-রাজ, অভিনন্দনে ভাসছেন নুসরত