মুম্বই, 3 অক্টোবর : গ্রেফতার করা হল শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে (Aryan Khan)৷ দীর্ঘক্ষণ জেরা করার পর তাঁকে গ্রেফতার করে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো ৷ শনিবার মুম্বই-গোয়ার তটে প্রমোদ তরীতে আয়োজিত মাদক পার্টিতে হানা দিয়ে 2 মহিলা-সহ 8 জনকে গ্রেফতার করে এনসিবি ৷ ধৃতদের মধ্যে ছিলেন আরিয়ানও ৷ গ্রেফতারির পর আরিয়ানকে মেডিক্যাল পরীক্ষার জন্য জেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷
জানা গিয়েছে, এনডিপিএস-এর 27 নং ধারায় গ্রেফতার করা হয়েছে আরিয়ানকে ৷ তাঁর হয়ে মামলা লড়বেন সতীশ মানশিণ্ডে ৷ ইতিমধ্যেই তিনি মুম্বইয়ের এনসিবি-র অফিসে পৌঁছে গিয়েছেন ৷
সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে ক্রুজে যাত্রীর ছদ্মবেশে মাদক পার্টিতে ঢুকে পড়ে আচমকা হানা দেয় এনসিবি ৷ আটক করা হয় আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইসমীত সিং, মোহক জসওয়াল, বিক্রান্ত চোকের ও গোমিত চোপড়াকে ৷ এঁদের মধ্যে মোহক, নুপূর ও গোমিত দিল্লির বাসিন্দা ৷ মোহক ও নুপূর ফ্যাশন ডিজাইনার ৷ আর গোমিত হলেন হেয়ার স্টাইলিস্ট ৷ সূত্রের মারফৎ জানা গিয়েছে যে, গোমিতের সঙ্গে দিল্লি থেকে মুম্বই গিয়েছিলেন মোহক ও নুপূর ৷
আরও পড়ুন:NCB Chief on Aryaan Khan: ফিল্মের কেউ জড়ালেও তদন্ত নিরপেক্ষ হবে, আরিয়ান-কাণ্ডে দাবি এনসিবি প্রধানের