পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

Aryaan Khan: ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র

শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খান (Aryaan Khan)-সহ 8 জনকে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB) ৷ প্রমোদ তরীতে মাদক পার্টিতে (Mumbai Cruise Drugs Case) হানা দিয়ে তাঁদের আটক করেছে এনসিবি ৷

SRK's son Aryaan Khan and 7 others being questioned in Mumbai cruise drugs case
ক্রুজে মাদক পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র-সহ 8 জনকে জেরা এনসিবি-র

By

Published : Oct 3, 2021, 12:34 PM IST

Updated : Oct 3, 2021, 1:22 PM IST

মুম্বই, 3 অক্টোবর: বলিউডের মেগাস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) ও প্রযোজক গৌরী খানের ছেলে আরিয়ান খানকে (Aryaan Khan) আটক করে জিজ্ঞাসাবাদ করছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (NCB) ৷ শনিবার একটি প্রমোদ তরীতে মাদক পার্টিতে (Mumbai Cruise Drugs Case) হানা দিয়ে এনসিবি যাঁদের আটক করেছে, সেই তালিকায় রয়েছেন আরিয়ানও ৷

ফাঁস হয়ে যাওয়া একটি ভিডিয়ো ক্লিপ ঘুরছে কয়েকটি টিভি চ্যানেলে ৷ সেখানে এনসিবি অফিসে আরও কয়েকজনের সঙ্গে হতভম্ভ অবস্থায় বসে থাকতে দেখা গিয়েছে শাহরুখ-পুত্রকে ৷ তাঁর সঙ্গে আরও যাঁরা আটক হয়েছেন, তাঁদের মধ্যেও বেশ কয়েকটি বড় নাম থাকতে পারে বলে জল্পনা চলছে ৷

আরও পড়ুন:Narcotics Control Bureau : মাঝসমুদ্রে ক্রুজে হানা এনসিবি'র, বলিউড সুপারস্টারের ছেলেকে আটক করে জিজ্ঞাসাবাদ

এনসিবি মুম্বইয়ের অধিকর্তা সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, মুম্বইয়ের উপকূলে ক্রুজে মাদক পার্টিতে হানা দেওয়ার ঘটনায় আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা, নুপূর সারিকা, ইসমীত সিং, মোহক জসওয়াল, বিক্রান্ত চোকের ও গোমিত চোপড়া ৷ তিনি আরও জানিয়েছেন যে, "এটা গত 2 সপ্তাহ ধরে করা কঠিন তদন্তের ফল ৷ এর সঙ্গে বলিউডের কয়েকজনের যোগ থাকার নির্দিষ্ট গোয়েন্দা তথ্য থাকায় এই বিষয়টি প্রকাশ্যে আসে ৷"

আরও পড়ুন:WB Election Result LIVE : ভবানীপুরে একুশের জয়ের ব্যবধান টপকে গেলেন মমতা, 34,970 ভোটে এগিয়ে

ক্রুজে অভিযানের নেতৃত্বে ছিলেন এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে ৷ মুম্বই-গোয়ার তটে প্রমোদ তরীতে ভেসে বেড়ানোর জন্য জনপ্রতি 75,000 টাকার টিকিট রাখা হয়েছিল ৷ যাতে কোনও রকম সন্দেহ না-হয়, সে জন্য এনসিবি-র আধিকারিকরা সাধারণ যাত্রী সেজে নিজেদের জন্য টিকিট বুক করেন ৷ তবে ক্রুজে উঠে তাঁরা দেখেন, অনেক যাত্রীই মাদক সেবন করছেন ৷ তখনই পুরো টিম নিয়ে রেড করে এনসিবি ৷ 2 জন মহিলা-সহ আটক করা হয় 8 জনকে ৷ এরপর ক্রুজটিকে মুম্বইয়ের ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনালে ফিরিয়ে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয় ৷ সেখানেই মালপত্র-সহ নামানো হয় আটক ব্যক্তিদের ৷ গোটা ক্রুজে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে কোকেন, চরস-সহ অন্যান্য মাদক উদ্ধার করেছে এনসিবি ৷

আরও পড়ুন:Suvendu Adhikari: মুখ্যমন্ত্রীর চেয়ার বাঁচানোর জন্য পঞ্চাশ লক্ষ মানুষকে ভাসিয়েছেন মুখ্যমন্ত্রী, আক্রমণ শুভেন্দুর

গত বছর থেকেই মাদক বিরোধী মামলায় যথেষ্ট সক্রিয় নারকোটিস কন্ট্রোল ব্যুরো ৷ গত মাসে গুজরাতের মুন্দ্রা বন্দর থেকে 3,000 কেজি হেরোইন এবং দিল্লি, নয়ডা ও উত্তরপ্রদেশ থেকে প্রায় 37 কেজি নারকোটিক ড্রাগ উদ্ধার করেছিল ডিরোক্টোরেট অফ রেভিনিউ ইন্টেলিজেন্স ৷

আরও পড়ুন:Female Priests in Serial : ধারাবাহিকেও মহিলা পুরোহিত , কন্যাদান হবে না ঋষি-পিহুর বিয়েতে

Last Updated : Oct 3, 2021, 1:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details