পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

SRK New OTT Platform : নিজের নতুন ওটিটি প্লাটফর্ম বাজারে আনতে চলেছেন শাহরুখ - shah rukh khan latest updates

শাহরুখ এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের হাত ধরে আসতে চলেছে নতুন ওটিটি প্লাটফর্ম 'এসআরকে+' (SRK to lacunh OTT venture) ৷ যুক্ত রয়েছেন করণ জোহর এবং অনুরাগ কাশ্য়পের মত পরিচালকরাও ৷

SRK New OTT Platform
নিজের নতুন ওটিটি প্লাটফর্ম বাজারে আনতে চলেছেন শাহরুখ

By

Published : Mar 15, 2022, 2:53 PM IST

মুম্বই, 15 মার্চ :নিজের নতুন ওটিটি প্লাটফর্ম বাজারে আনতে চলেছেন বলিউডের বাদশা শাহরুখ খান ৷ বেশ কিছু বন্ধু এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের যৌথ উদোগ্যে এই ওটিটি মঞ্চ 'এসআরকে+' বাজারে আনতে চলেছেন তিনি (SRK to lacunh OTT venture) ৷ আপাতত নিজের টুইটারে 'অ্যানাউন্সমেন্ট পোস্টার' শেয়ার করার সঙ্গে সঙ্গেই শুভেচ্ছাবার্তার বন্যায় ভাসছেন কিং খান ৷

তাঁর এই নতুন পোস্টারে লেখা ছিল, 'খুব তাড়াতাড়ি আসছে, এসআরকে+' ৷ শাহরুখ এবং তাঁর প্রযোজনা সংস্থা রেড চিলি এন্টারটেইনমেন্টের হাত ধরে আসতে চলেছে এই নতুন অ্যাপ ৷ মঙ্গলবার এই পোস্টার শেয়ার করে ক্যাপশনে অভিনেতা লেখেন, "ওটিটির দুনিয়ায় কিছু একটা হতে চলেছে ৷ " তাঁর এই পোস্ট শেয়ার করে সঙ্গে সঙ্গেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন বলিউডের ভাইজান ৷ সলমন লেখেন , "আজকের পার্টি আমার তরফ থেকে শাহরুখ ৷ তোমার এই নতুন অ্যাপ 'এসআরকে+' এর জন্য অভিনন্দন ৷ "

আরও পড়ুন: স্বজনপোষণের তকমা মুছে আজ নিজেই নিজের পরিচয় তৈরি করেছেন আলিয়া ভাট

পরিচালক অনুরাগ কাশ্যপ লেখেন, "স্বপ্ন সত্য়ি হল ৷ শাহরুখের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছি তাঁর নতুন অ্যাপ 'এসআরকে+'-এর জন্য ৷ " শুধু অনুরাগ নন, শাহরুখের সঙ্গে এই প্রজেক্টে যুক্ত হয়েছেন করণ জোহরও ৷ তিনিও এদিন লেখেন, "বছরের সবচেয়ে বড় খবর, শাহরুখ ওটিটির মুখটাই বদলে দেবে ৷ দারুণ উত্তেজিত!!" শাহরুখকে আগামীতে পর্দায় দেখা যাবে সিদ্ধার্থ আনন্দ পরিচালিত 'পাঠান' ছবিতে ৷ এই ছবি পর্দায় আসছে আগামি বছর 25 জানুয়ারি ৷

ABOUT THE AUTHOR

...view details