পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

'যা, সিমরন যা', মিথিলাকে বললেন সৃজিত - মিথিলার খবর

হ্যাঁ, বিয়ের কয়েকদিনের মধ্যেই স্ত্রী মিথিলাকে এমনটাই বললেন সৃজিত মুখার্জি।

Srijit to Mithila
Srijit to Mithila

By

Published : Dec 10, 2019, 8:17 AM IST

কলকাতা : গত শুক্রবার সাত পাকে বাঁধা পড়েছেন সৃজিত-মিথিলা। আর তার পরের দিনেই তাঁরা পাড়ি দিয়েছেন সুইৎজ়ারল্যান্ড। হানিমুনের উদ্দেশ্যে?

হানিমুনের উদ্দেশ্যে কিছুটা হলেও পুরোটা নয়। কারণ, সুইৎজ়ারল্যান্ডের জেনেভার একটি বিশ্ববিদ্যালয়তে PHD রেজিস্ট্রেশন করবেন মিথিলা। তাই এটা আরও একটি উদ্দেশ্য তাঁদের ইউরোপের এই দেশে যাওয়ার পিছনে।

সৃজিত তাঁর সোশাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেছেন, যেখানে মিথিলাকে দেখা যাচ্ছে 'UNI MAIL'-এর সামনে দাঁড়িয়ে থাকতে। এছাড়াও নব দম্পতির একটি নিজস্বীও শেয়ার করেছেন পরিচালক। ক্যাপশনে লিখেছেন, "যা, সিমরান যা, করলে আপনি PHD"...

রসিক মানুষ সৃজিত। 'দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে' ছবিতে কাজলকে বলা অমরীশ পুরীর এই সংলাপকে নিজের মতো করে সাজিয়ে নিয়েছেন তিনি। বোঝা যাচ্ছে, খুব একটা ইচ্ছে না থাকলেও মিথিলার খুশির জন্য এই সাময়িক বিচ্ছেদ মেনে নিয়েছেন সৃজিত।

দেশে ফিরে নিজেও এই সময়ে খুবই ব্যস্ত থাকবেন পরিচালক। একদিকে যেমন ফেলুদাকে নিয়ে তৈরি ওয়েব সিরিজ়ের প্রস্তুতি চলছে, অন্যদিকে শুটিং শুরু হয়েছে 'দ্বিতীয় পুরুষ'-এর। ফলে সৃজিত ও মিথিলা এই দুই কাজের মানুষ কাজের মধ্যেই নিজেদের মুক্তি খুঁজে নেবেন বলা যায়...

ABOUT THE AUTHOR

...view details