পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sitara

"আমি ভালোবেসেছি তোমায়...", মিথিলার প্রতি সৃজিত - srijit mukherji

"প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায় খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়..."

f
gh

By

Published : Dec 6, 2019, 8:02 PM IST

কলকাতা : সৃজিতের বিয়ে নিয়ে গুঞ্জনটা অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল । তবে বিষয়টাতে খুব একটা তখন গুরুত্ব দেননি তিনি । অবশেষে সেই গুঞ্জনকে সত্যি প্রমাণ করে এক হল চার হাত । বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলাকে বিয়ে করলেন সৃজিত । রেজিস্ট্রি ম্যারেজ করেন তাঁরা । তবে বিয়ের আগেই সকাল সকাল সোশাল মিডিয়ায় একসঙ্গে একটি ছবি পোস্ট করেন সৃজিত ।

ছবির ক্যাপশনে সৃজিতের নিজের ছবি 'জাতিশ্বর'-এর গানের কয়েকটি কথা লেখা রয়েছে । লেখা, "প্রথম আলোয় ফেরা, আঁধার পেরিয়ে এসে আমি অচেনা নদীর স্রোতে, চেনা চেনা ঘাট দেখে নামি চেনা তবু চেনা নয়, এভাবেই স্রোত বয়ে যায়
খোদার কসম জান, আমি ভালোবেসেছি তোমায়..."

আর ছবিতে একে অপরের হাত ধরে দাঁড়িয়ে রয়েছেন সৃজিত ও মিথিলা । তাঁদের সামনে বয়ে চলেছে নদী । হাওয়ায় উড়ছে মিথিলার ওড়না ও চুল । ছবিটি সাদা-কালো ।

নতুন জীবন শুরু করছেন সৃজিত । এই ছবি পোস্ট করে ফ্যানদের সেটাই বোঝাতে চেয়েছেন তিনি । নতুন জীবনের জন্য তাঁকে শুভেচ্ছাও জানিয়েছেন ফ্যানরা ।

সব জল্পনা ও গুঞ্জনকে ইতি জানিয়ে আজ থেকে নতুন জীবন শুরু করলেন এই তারকা দম্পতি । আগামীদিনের জন্য ETV ভারত সিতারার তরফে তাঁদের অনেক শুভেচ্ছা ।

ABOUT THE AUTHOR

...view details